‎শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান

ডেক্স রিপোর্ট:

‎শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শহীদ আব্দুল মালেক মিলনায়তনে বিকাল ৪ টায় ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মাওলানা মোক্তার হোসেনের সঞ্চালন ‘ইউনিট দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ- সভাপতি লস্কর মোঃ তসলিম আলম, দারস পেশ করেন উপদেষ্টা মাওঃ মুবিনুর রহমান উপস্থিত ছিলেন জেলা সহঃ সাধারণ সম্পাদক শেখ আল-আমিন, অর্থ সম্পাদক আঃ মান্নান রাসেল, ডা. জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, মাজাহারুল ইসলাম, কাজী আশ্রাফ উদ্দিন, মাও. আহমদ উল্লাহ প্রমুখ।

‎বক্তারা বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও তাদের সার্বিক কল্যাণের জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অপরিহার্য। এর মাধ্যমে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে।” তারা আরও বলেন, “ইসলামী শ্রমনীতি শুধু শ্রমিকদের জন্যই নয়, বরং মালিক এবং সমাজের জন্যও কল্যাণকর।”

‎সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলবৃন্দ, যারা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কাল

স্টাফ রিপোর্টার: গ‍্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোন, বারিধারা নিউ ডিওএইচএস এলাকা, জগন্নাথপুর, নদ্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ারসাহারা, কুড়াতলি থেকে পুরো বসুন্ধরা আবাসিক এলাকায় ১৩ ঘণ্টা গ‍্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার কিছু এলাকায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বন্ধ থাকবে গ‍্যাস সরবরাহ।

এতে বলা হয়েছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (নদ্দা) এলাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ১৩ (তেরো) ঘণ্টা বারিধারা ডিপ্লোমেটিক জোনের রোড নং-১১, ১২, ১৩, ১৪ এলাকা, বারিধারা নিউ ডিওএইচএস এলাকা, জগন্নাথপুর, নদ্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ারসাহারা, কুড়াতলি থেকে সমগ্র বসুন্ধরা আবাসিক এলাকা (৩০০ ফিট পর্যন্ত) ও যুক্তরাষ্ট্র দূতাবাসের উত্তর-পূর্ব পাশ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম