
ডেক্স রিপোর্ট:
শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শহীদ আব্দুল মালেক মিলনায়তনে বিকাল ৪ টায় ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মাওলানা মোক্তার হোসেনের সঞ্চালন ‘ইউনিট দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ- সভাপতি লস্কর মোঃ তসলিম আলম, দারস পেশ করেন উপদেষ্টা মাওঃ মুবিনুর রহমান উপস্থিত ছিলেন জেলা সহঃ সাধারণ সম্পাদক শেখ আল-আমিন, অর্থ সম্পাদক আঃ মান্নান রাসেল, ডা. জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, মাজাহারুল ইসলাম, কাজী আশ্রাফ উদ্দিন, মাও. আহমদ উল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও তাদের সার্বিক কল্যাণের জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অপরিহার্য। এর মাধ্যমে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে।” তারা আরও বলেন, “ইসলামী শ্রমনীতি শুধু শ্রমিকদের জন্যই নয়, বরং মালিক এবং সমাজের জন্যও কল্যাণকর।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলবৃন্দ, যারা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।