শেরপুর সংবাদদাতা:
শেরপুরের শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করেন। বালিয়া চন্ডী পানাইতে ভারি, চাউলিয়া এলাকায় ও দোকানে বিভিন্ন পেশা জিবি মানুষের সাথে সাক্ষাৎ ও গণসংযোগ করেন। তিনি বলেন শেরপুর জেলার শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।
শ্রীবরদী- ঝিনাইগাতী উপজেলা দীর্ঘ ৫৪ বছর থেকে অবহেলিত উন্নয়নের দিকে ধাবিত হতে পারেনি। আপনারা যদি পাশে থাকেন এবার ইনশাআল্লাহ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে উন্নয়নের দিকে ধাবিত হবে।
শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ বলেন শ্রীবরদী- ঝিনাইগাতী শেরপুর ৩ আসনকে চাঁদা বাজ মুক্ত গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.