সাংবাদিক হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সাংবাদিক হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ সংবাদদাতা:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। একইসঙ্গে তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং হত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচি হয়।

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রশিদ তারেকসহ অন্যান্যরা।

বক্তারা বলেন সাংবাদিক তুহিন হত্যা শুধু একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি। তারা গাজীপুরসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নেরও আহ্বান জানান।

গণঅভ্যুত্থান স্মরণে গ্রাফিতি ৫ আগস্ট পুরস্কার

গণঅভ্যুত্থান স্মরণে গ্রাফিতি ৫ আগস্ট পুরস্কার

হবিগঞ্জ সংবাদদাতা:

গণআন্দোলনের চেতনায় উদ্ভাসিত হয়ে হবিগঞ্জে পালিত হচ্ছে জুলাই মাসের গণঅভ্যুত্থান স্মরণে বর্ণাঢ্য দেয়াল চিত্র কর্মসূচি। জেলা পরিষদের আয়োজনে শহরের বিভিন্ন এলাকায় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছে দেয়ালভিত্তিক গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায়। দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রাম, ফ্যাসিবাদ ও দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ, পুলিশের গুলিতে শহীদ হওয়ার ইতিহাস গণআন্দোলনের চিত্রায়ন এতে ফুটিয়ে তোলা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী নিজ হাতে রঙ তুল দিয়ে ফুটিয়ে তুলেছে এ ইতিহাস, প্রতিবাদ এবং সাহসিকতার নিদর্শন।

হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শহরের বিভিন্ন দেয়াল সাজছে বার্তাবাহী চিত্রে। আগামী ৫ আগস্ট অংশগ্রহণকারী সেরা চিত্রশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেবেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামসহ কর্মকর্তারা। অনুষ্ঠানটি শহরে একটি বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম