ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতা মাসুদের পদত্যাগ

ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতা মাসুদের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি থেকে ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী এ ইউ মাসুদ (আরফান উদ্দিন) পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এ ঘোষণা দেন। গত ২৫ জুন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর সই করা একটি চিঠিতে সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এতে মাসুদকে ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী হিসেবে রাখা হয়েছে। তিনি সাতকানিয়া উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক।

ফেসবুকে হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ করে একটি চিঠিতে এ ইউ মাসুদ লেখেন, এন‌সি‌পির সূচনালগ্ন থে‌কে আমি সাতকানিয়া উপজেলায় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছি। কিন্তু দুঃখের বিষয়, কমিটি ঘোষণার ক্ষেত্রে এক ব্যক্তির একক সিদ্ধান্তে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়া এ কমিটি গঠন করা হয়েছে। যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থি। তাছাড়া আমি এই পদে থাকব, এ ব্যাপারে আমাকে পূর্বে অবগত করা হয়নি। এই প্রক্রিয়ার প্রতিবাদস্বরূপ আমি এনসিপির সাতকানিয়া উপজেলা শাখার এই কমিটি থেকে পদত্যাগ করছি। একইসঙ্গে ঘোষণা করছি যে, এরপর থেকে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনোরূপ সম্পর্ক থাকবে না।

এ ইউ মাসুদের অভিযোগের বিষয়ে দলটির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক সিফাত হোসাইন বলেন, কমিটি গঠনের পর থেকেই এ ইউ মাসুদের বিষয়ে নানা অভিযোগ আসে। তিনি আগে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন। অভিযোগের বিষয়ে তিনি নিজের অবস্থান পরিষ্কার করতে পারেননি। এ কারণে কমিটির অন্য সদস্যরা তার সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন না। এসব কারণেই তিনি পদত্যাগ করেছেন। তবে কমিটি গঠনের ক্ষেত্রে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সম্পর্ক কোনোটাই ঘটেনি।

শাহবাগে ছাত্রদলের সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট:

জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্রদলের ছাত্র সমাবেশে যোগ দিতে শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল থেকেই মঞ্চসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ছাত্রদল। যদিও সকালের দিকে নেতাকর্মীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি ক্রমশ বাড়ছে। সমাবেশ সফল করতে সংগঠনের পক্ষ থেকে গঠন করা হয়েছে প্রায় ৯০টি সাংগঠনিক টিম। দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশ নিতে শাহবাগে অবস্থান নিয়েছেন। সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে ভাড়া করা হয়েছে দুটি বিশেষ ট্রেন।

দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সরাসরি উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশকে কেন্দ্র করে ছাত্রদল ছয় দফা নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে

কোনো ধরনের ব্যানার ফেস্টুন বা প্ল্যাকার্ড না আনা সমাবেশ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ইউনিটের অবস্থান নিশ্চিত করা, জরুরি সেবায় নিয়োজিত পরিবহন চলাচলে সহায়তা প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ইউনিটের গাড়ি প্রবেশ না করানো, ব্যক্তিগত শোডাউন বা মিছিল নিষিদ্ধ, সমাবেশ শেষে নির্ধারিত স্থান পরিষ্কার করে যাওয়া। সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে। নিরাপত্তা নিশ্চিতে শাহবাগের বিভিন্ন প্রবেশমুখ ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। জনদুর্ভোগ এড়াতে ছাত্রদলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, সমাবেশ শুরুর আগে কোনো ইউনিট যেন আগেভাগে সমাবেশস্থলে না আসে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের