জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তারা আবাসিক হলে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ও হল কমিটি বাতিলের দাবি জানান।
শনিবার (৯ আগস্ট) রাতে তাজউদ্দীন আহমদ হল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।
মিছিলে হল পলিটিকসের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, হল পলিটিকস নো মোর’সহ নানা স্লোগান দেওয়া হয়। পরে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এসময় শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলে ধরেন, দাবিগুলো হলো-
১. সব হলে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ।
২. রাজনৈতিক কর্মকাণ্ড বা র্যাগিং-এ জড়িতদের প্রশাসনিক শাস্তির রূপরেখা প্রণয়ন।
৩. অতি দ্রুত হল সংসদ গঠন।
৪. রাজনৈতিক উপহারসামগ্রী শুধুমাত্র হল প্রশাসনের মাধ্যমে বিতরণ এবং তাতে সংগঠনের নাম/চিহ্ন ব্যবহার নিষিদ্ধ।
৫. হলের বিষয়ে বহিরাগতদের হস্তক্ষেপ বন্ধ।
৬. মেয়াদোত্তীর্ণ ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, হল পলিটিকসের মাধ্যমে অতীতে ছাত্রলীগ ত্রাসের রাজত্ব করেছে। আমরা চাই না সেই কালচার ফিরে আসুক।
বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সাকিব বলেন, হলে রাজনীতি ফিরলে গেস্টরুম, গণরুম ও আধিপত্যের রাজনীতি ফিরে আসবে।
উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, হুট করে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। একাডেমিক কাউন্সিলে আলোচনা করে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.