মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়নের বৌলাশীর গ্রাম থেকে দুই কেজি গাঁজা ও নগদ অর্থসহ নন্দ লাল ভৌমিক (৫৪) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারী নন্দ লাল ভৌমিক ওই গ্রামের মৃত প্রমোদ ভৌমিকের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) তপন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ ১ নম্বর মির্জাপুর ইউনিয়নের বৌলাশীর গ্রামের মাদক কারবারী নন্দ লাল ভৌমিকের বসত ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার ঘর তল্লাশী করে দুই কেজি গাঁজা ও মাদক বিক্রির ৩০ হাজার টাকা জব্দ করে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম মাদক কারবারী নন্দ লাল ভৌমিকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃত নন্দ লাল বৌমিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে রবিবার (১০ আগস্ট) মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.