আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের দিল্লির পাশের গুরগাঁওয়ে চিকন শরীর নিয়ে কটাক্ষ করায় দুই বন্ধুর হাতে নিহত হয়েছেন ২০ বছর বয়সী করণ। সোমবার স্কুলের টয়লেট থেকে করণের পচা-গলা মরদেহ উদ্ধার করে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, করণের দুই স্কুল বন্ধু আকাশ ও শিব কুমার তার চিকন শরীর নিয়ে মজা করা সহ্য করতে পারছিল না। ২ জুলাই দিবাগত রাতে তারা স্কুলে প্রবেশ করে। রাতের কোনো এক পর্যায়ে করণ আবারও কটাক্ষ করলে প্রথমে আকাশ একটি পাথর দিয়ে আঘাত করে এবং পরে শিব কুমার কাঁচি দিয়ে তাকে আক্রমণ করে।
হত্যার পর তারা করণের দেহ স্কুলের শৌচাগারে ফেলে পালিয়ে যায়। তিন দিন পর, স্কুলের এক শিক্ষক দুর্গন্ধ পেয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। ঘটনার তিন দিনের মাথায় পুলিশ আকাশ ও শিব কুমারকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, বন্ধুর সঙ্গে মজা করাকে তারা অপমান হিসেবে নিয়ে প্রতিশোধ নিতে হত্যার পরিকল্পনা করেছিল। তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.