কুষ্টিয়া সংবাদদাতা:
পূর্ব বিরোধের জেরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার বিজিবি সেক্টরের সামনে এ ঘটনা ঘটে। ফিরোজ স্থানীয় পত্রিকার দৈনিক আজকের সূত্রপাতের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হন ফিরোজ আহমেদ। এ সময় মিলন নামে এক ব্যক্তি কয়েকজন সহযোগী মিলে তার পথরোধ করে তাকে হাতুড়িপেটা করে। এ সময় ইট দিয়ে থেতলে দেওয়া হয় তার শরীর। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নেওয়া হয় কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে। চিকিৎসক জানিয়েছেন, তার শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।
মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রিমন জানান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিন তিনি। এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.