বড় বড় ব্যানারে নিজের ছবি না দিয়ে, আলোচনায় দেবু

চট্টগ্রাম শহর ঘুরে মুহাম্মদ আবু আবিদঃ

দেবাশীষ পাল দেবু, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ নেতা। কেন্দ্র থেকে কমিটি ঘোষণা সিধান্তের আগ থেকে তিনি ই একমাত্র যিনি কোন পদে না থেকেও বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ব্যানারে একের পর এক নিয়মিত মানবিক কাজ সম্পন্ন করেছেন। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর স্বপ্ন ‘মানবিক যুবলীগ’ বাস্তবায়নে নিরলস ভাবে মানুষের পাশে থেকেছেন।

করোনাকালীন সময়ে প্রতিদিন মাঠে থেকে সবার নজর কেড়েছেন তিনি। দেবাশীষ পাল দেবু’র ইউনিক কার্যক্রমে পত্র-পত্রিকায় নিউজ হয়েছেন বহুবার।

নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ডে আগামী ৪ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফলে ব্যাপক প্রচার শুরু হয়েছে। নগর ও জেলাজুড়ে ব্যাপক পোস্টারিংয়ের পাশাপাশি বিলবোর্ড, ব্যানার ও তোরণ নির্মাণ করা হয়েছে। শুরু হয়েছে মাইকিং।

এবারও দেবাশীষ পাল দেবু সমাবেশ সফল করতে ব্যানার করে নজর কেড়েছেন সবার। ব্যানার, ফেস্টুন অনেকে করলেও দেবাশীষ পাল দেবু নিজের ছবি ছাড়া করে আবারও আলোচনায় এসেছেন।

নগর ঘুরে দেখা যায়, তার ব্যানারে শুধুমাত্র নিজের নাম আছে, ছবি আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলুল হক মনি ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর। কিছু কিছু ব্যানারে যোগ হয়েছে যুবলীগের সাধারণ সম্পাদক যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর ছবি।

নিজের ছবি একেবারেই না রেখে নজর কেড়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটাই হওয়া উচিৎ। নিজের প্রচারণায় ব্যস্ত না থেকে দলের প্রচারণায় ব্যস্ত থাকলেই মানুষ সরকারের বিভিন্ন উন্নয়ন সম্পর্কে সম্যক ধারণা পাবেন।

জহির বাহিনীর তান্ডব! সোনাইমুড়ীতে জবর দখল বসত ঘর নিশ্চিহ্ন

 

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালী সোনাইমুড়ীতে ভূমি খেকো জহির (জহুর) বাহিনীর তান্ডবে নিরীহ বদিউল আলমের বসতি ভিটায় ভাংচুর, লুটপাট ও বসত ঘর নিশ্চিহ্ন করে জবর দখল করে পাকা দালান তৈরি অভিযোগ উঠেছে। ২০ মে’২৪ সোমবার থেকে সপ্তাহ জুড়ে এমন তান্ডবের ঘটনাটি ঘটেছে উপজেলার ১০ নং আমিশাপাড়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ড বিহিরগাঁও রুহুল আমিন ভূঁইয়া বাড়িতে।

সরেজমিনে অনুসন্ধান কালে স্থানীয়ভাবে জানা যায়, মৃত সুলতান আহম্মদ ভূঁইয়ার পুত্র বদিউল আলম জেলা জরিপি ৭৬ ও ৭৮, বিএস জরিপি ১২০ নং দাগে (বাড়িতে) খরিদ সূত্রে ৭২ শতাংশ ভূমির মধ্যে ১২১ নং দাগ ভূমির মালিক হয়। ভূমি ভরাট করে বসত বাড়ি তৈরি ও চৌচালা টিনের ঘর ও রান্না ঘর করে স্ত্রী পরিবার পরিজন নিয়ে বসবাস করতো। জীবিকার তাগিদে বর্তমানে অসুস্থ্য থাকার কারণ বসত ঘরে তালাবদ্ধ করে বদিউল আলম পরিবার নিয়ে ঢাকায় অবস্থান করে। মাঝে মধ্যে বাড়িতে এসে জায়গা জমি ও গাছপালা রক্ষনা বেক্ষণ করতো। গত ১ মাস আগে থেকে একই বাড়ির মৃত রুহুল আমিন ভূঁইয়ার পুত্র ভূমি খেকো জহির, সাত্তার গং লোকজন তাদের ভগ্নিপতি প্রভাবশালী কনকের ইন্দনে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে বদিউল আলমের সৃজিত গাছপালা কেটে ফেলে ও বদিউল আলমের বসত ঘর রান্নাঘর বাথরুম ইত্যাদি নিশ্চিহ্ন করে তথায় পাকা দালানঘর তৈরির বেইসমেন্টের কাজ শুরু করে। জহুর বাহিনীর এমন তান্ডবের খবর পেয়ে ভুক্তভোগী বদিউল আলম এলাকার মেম্বার ও গন্যমান্যদের অবহিত করিয়া সামাজিক বিচার দাবি করেন। সরজমিনে অনুসন্ধানকালে এই প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে জহির স্বীকার করে বলেন, এই বসত বাড়িটি বদিউল আলমের বাধানো ও তার বসত ঘরটি তাকে না জানিয়েই আমার বড় ভাই সাত্তারের নির্দেশেই লোকজন দিয়ে খুলে অন্যত্র রাখা হয়েছে। তবে উনার সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধান করা হবে।

এ ব্যাপারে ০৫ নং ওয়ার্ড মেম্বার শাহ আলম (লাদেন) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাটি শুনেছি ও বদিউল আলম কে স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিতভাবে অভিযোগ দেওয়ার কথা বলেছি, লিখিত অভিযোগ পেলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাত্তার গংদের দালান নির্মান কাজ বন্ধ করা যেত। ইউনিয়ন আ’লীগ সেক্রেটারি নজরুল ইসলাম বলেন, আমি ঘটনাটি শুনেই সেখানে গিয়ে সাত্তার ও জহির গংদের কাজ স্থগিত রাখতে বলি। জহির গং লোকজন বদিউল আলমের বসত ঘর নিশ্চিহ্ন ও গাছপালা কর্তন করার বিষয়ে তিনি আরও বলেন সম্পূর্ন অমানবিক ও সন্ত্রাসী কার্যক্রম করেছে, যা একেবারেই নিন্দনীয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ