যুব দিবসে ঋণ বিতরণ

যুব দিবসে ঋণ বিতরণ

বরগুনা সংবাদদাতা:

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ঋণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন ঋণের চেক বিতরণ করেছেন।

জানাগেছে, “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্য নিয়ে আমতলী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারেক হাসান, উপজেলা সমবায় অফিসার মোঃ আজাদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম ও স্থানীয় সরকার বিভাগের ফ্যাসিলেটেটর মোঃ মাইনুল ইসলাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিলন চন্দ্র শীল, উদ্যাক্তা অ্যাডভোকেট আওলাদ হোসেন ও ইকবাল তালুকদার।
সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ৭ যুব নারী ও পুরুষের মাঝে ৬ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেছেন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, যুব দিবসের এই ঋণ নিয়ে আপনারা নতুন উদ্যাক্তা হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হবেন এবং দেশের অর্থনৈতিক চালিকায় গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবেন।

ভোলাহাটে বিশ্ব শিক্ষক দিবস'২৫ উপলক্ষে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

ভোলাহাটে বিশ্ব শিক্ষক দিবস’২৫ উপলক্ষে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

এম. এস. আই শরীফ, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা রোববার (০৫ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি। “শিক্ষকদের ক্ষমতায়ন: স্থিতি স্থাপকতা জোরদার করা, স্থায়ীত্ব গড়ে তোলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ যথাযথভাবে পালিত হয়েছে। এলক্ষ্যে একটি বর্ণাঢ্য রেলী উপজেলা নির্বাহী অফিস হতে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশিদের সঞ্চালনায় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির, মোঃ রিয়াজুল ইসলাম, অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, গোহালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান আলী, প্রধান শিক্ষক মোঃ আকবর আলী, রিজিয়া খাতুন, মোঃ হাফিজুর রহমান, সুপারিন্টেন্ডেন্ট মোঃ বজলুর রহমানসহ বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান এবং সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ পালনে বর্ণাঢ্য রেলীর দৃশ্য। পাশে-বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকগণের দৃশ্য।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের