বরিশাল সংবাদদাতা:
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে অনশনে থাকা শিক্ষার্থীদের ওপর হাসপাতালের কর্মচারীরা হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নার্স, টেকনিশিয়ান এবং ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা বিক্ষোভ মিছিল শেষে অনশনস্থলে গিয়ে শিক্ষার্থীদের মারধর করে বের করে দেয়। এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনকে মারধর ও অবরুদ্ধ করার অভিযোগ ওঠে কর্মচারীদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মচারীরা স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকে অবৈধ বলে স্লোগান দিয়ে মূল সড়কে বিক্ষোভ করে এবং পরে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। আন্দোলনের মুখপাত্র নাভিদ নাসিফ জানান, পূর্বঘোষিত গণঅনশন চলাকালে এই হামলা হয়। তবে আন্দোলনের মূল সমন্বয়কারী মহিউদ্দিন রনি সেদিন অনশনে উপস্থিত ছিলেন না, যদিও তাকে খুঁজে মারধরের চেষ্টা করা হয়।
এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান হামলার বিষয়ে অজ্ঞতার কথা জানান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম. মশিউল মুনীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। উল্লেখ্য, এর এক দিন আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে আন্দোলনে জনভোগান্তি সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.