পাহাড়তলী রেলওয়ে স্টেশনের হাবিলদার কৃষ্ণপদ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে স্টেশনে কর্মরত হাবিলদার কৃষ্ণপদ চক্রবর্তীর বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। দায়িত্ব পালনের সময় মাদক সেবন, চাঁদাবাজি, দখলবাণিজ্য, এমনকি সরকারি কোয়ার্টারে অবৈধ ব্যবসা পরিচালনার মতো অপরাধেও তিনি জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

রেলওয়ে সূত্র জানায়, সরকারি অফিসে বসেই তিনি একাধিকবার প্রকাশ্যে মাদক সেবন করেছেন। দায়িত্ব পালনের সময় ইউনিফর্ম না পরা, সেন্ডল পরে চেয়ারে পা তুলে ঘুমানো তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। এ বিষয়ে আরএনবি ইনচার্জ বলেন—
“আমরা এ ব্যাপারে অবগত, তিনি দুস্ট চরিত্রের লোক।”গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্টেশন পরিদর্শনে গেলে তথ্য গোপনের অভিযোগে কৃষ্ণপদ চক্রবর্তীকে ক্লোজ করা হয় এবং র‌্যাঙ্ক ডাউন করা হয়। তবে অল্প কিছুদিনের মধ্যেই প্রভাব খাটিয়ে তিনি আবারও হাবিলদার পদ ফিরে পান।এর আগেও আওয়ামী লীগ সরকারের আমলে সিআরবি এলাকার এ বাই ওয়ান বাংলো ও মূল ভবনে চুরির অভিযোগে তার নাম উঠে আসে। শৃঙ্খলাভঙ্গ ও দায়িত্বে অবহেলার কারণে তাকে একাধিকবার ট্রেনিং সেন্টারে ক্লোজড করা হয়েছে।রেলওয়ে শ্রমিকরা তার অপসারণের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছে। তাদের অভিযোগ— কৃষ্ণপদ চক্রবর্তীর মতো অসৎ কর্মকর্তা থাকলে নিরাপত্তা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে।অভিযোগ রয়েছে, তার রেলওয়ে কোয়ার্টারে অবৈধভাবে ডিমের আড়ত বসানো হয়েছে। পাহাড়তলীসহ বিভিন্ন মাদক স্পট থেকে তিনি নিয়মিত মাসোহারা নেন। ফুটপাতের মাদক বিক্রেতাদের কাছ থেকেও নিয়মিত চাঁদাবাজি করেন তিনি।এ বিষয়ে আরএনবি চিফ কমান্ডেন্ট বলেন—
“তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। দায়িত্ব পালনের পরিবর্তে সে দখলবাণিজ্য, মাদক সেবন ও নানা অপরাধে জড়িত।”রেলওয়ের সাধারণ কর্মচারী থেকে শুরু করে স্থানীয় জনগণ পর্যন্ত কৃষ্ণপদ চক্রবর্তীর কর্মকাণ্ডে ক্ষুব্ধ। সবার দাবি, তাকে দ্রুত অপসারণ করে কঠোর শাস্তির আওতায় আনা হোক।

গাজীপুরে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে নারীর মৃত্যুর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধনের

গাজীপুরে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে নারীর মৃত্যুর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধনের

ডেস্ক রিপোর্ট:

গাজীপুর সিটি কর্পোরেশনের অবহেলায় ঢাকনাবিহীন ড্রেনে পড়ে জমজ সন্তানের মা ও কর্মজীবী নারী ফারিয়া তাসনিম জ্যোতি (৩২) নিহত হওয়ার ঘটনায় দোষী প্রকৌশলী ও কর্মকর্তাদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গাজীপুরের সর্বস্তরের ছাত্র-জনতা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আগামী বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) সকাল ১১টায় গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় অবস্থিত গাজীপুর মিডিয়া সেন্টারের সামনে অনুষ্ঠিত হবে। যে স্থানটিকে মানববন্ধনের জন্য বেছে নেওয়া হয়েছে, তার পাশেই রয়েছে দীর্ঘদিন ধরে ঢাকনাহীন থাকা আর একটি ড্রেন। যাতে নেই কোনো সতর্কতামূলক সাইনবোর্ডও। এটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে নগর কর্তৃপক্ষের চরম উদাসীনতার
মৃত্যুফাঁদ,এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে গাজীপুরের সকল রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের স্ব স্ব ব্যানারসহ অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

গাজীপুর নাগরিক কমিটির সভাপতি জুলীয়াস চৌধুরী বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অসংখ্য স্থানে ড্রেনের ঢাকনা ছাড়া ফুটপাথ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বার বার সিটির কর্মকর্তাদের জানানো হলেও তারা আমলে নেননি। ফারিয়ার মৃত্যুর দায় গাজীপুর সিটি কর্পোরেশন এড়াতে পারে না।

আয়োজকরা দাবি করেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পেছনে রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের গাফিলতি ও দায়িত্বহীনতা। তাই আয়োজকরা এই সব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে প্রকাশ্যে ফাঁসি, দাবি করছেন যাতে ভবিষ্যতে কেউ এমন অবহেলার সাহস না করে।

মানববন্ধনটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতোমধ্যে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। অনেকেই একে ব্যর্থ নগর ব্যবস্থাপনার ভয়াবহ প্রতিচ্ছবি হিসেবে দেখছেন।

আয়োজকরা জানান, এই মানববন্ধন নাগরিক সচেতনতার প্রতিফলন এবং একটি নিরাপদ শহর গড়ার দাবিতে একত্রিত হওয়ার আহ্বান।

প্রসঙ্গত, ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গার সদর থানার বাগানপাড়া এলাকার বাসিন্দা ওয়াসিম উল্লাহ আহমেদের মেয়ে। ম‌নি‌ ট্রেডিং করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত জ্যোতি রাজধানীর মিরপুরে বসবাস করতেন।

গত রবিবার (২৭ জুলাই, ২০২৪) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপণনের কাজ সেরে ফেরার সময় হাসপাতালটির সামনের ঢাকনাহীন ড্রেনে পড়ে তলিয়ে যান তিনি।

আজ মঙ্গলবার (২৯ জুলাই, ২০২৪) সকাল নয়টার দিকে দীর্ঘ ৩৭ ঘন্টা অভিযানের পর টঙ্গীর শালিকচূড়া বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মীরা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম