প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৬:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:৫৯ পি.এম
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
বাণিজ্য ডেস্ক:
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩ সেপ্টেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৪ দশমিক ৭৯ ডলারে, যা দিনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড ৩ হাজার ৫৫৬ দশমিক ০১ ডলারে।
একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬২১ দশমিক ৩০ ডলারে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমার সম্ভাবনা ও নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় বিশ্ববাজারে বাড়ছে মূল্যবান এই ধাতুর দাম।
জ্যানার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মেটাল স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্ট বলেন, সামনে যদি প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান প্রতিবেদন আসে, তবে সেপ্টেম্বরে ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমাবে; এমন সম্ভাবনা আরও জোরালো হবে। এতে স্বর্ণের দাম আরও চাঙা হতে পারে।
স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি আরও বলেন, 'স্বল্প থেকে মধ্য মেয়াদে এর দাম ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৮০০ ডলার পর্যন্ত যেতে পারে। এছাড়া আগামী বছরের প্রথম প্রান্তিকের শেষে ৪ হাজার ডলারের কাছাকাছি পৌঁছানোও সম্ভব।'
সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল বলছে, সেপ্টেম্বরে ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমাবে, এমন সম্ভাবনা এখন ৯২ শতাংশ। এদিকে, দীর্ঘদিন ধরেই ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সুদহার না কমানোর কারণে প্রকাশ্যে সমালোচনা করে আসছেন ট্রাম্প।
তবে অর্থনীতির গতি-প্রকৃতির ওপরই নির্ভর করবে এ প্রক্রিয়ার গতি। হেরিয়াস মেটালসের ব্যবসায়ীরা মন্তব্য করেছেন, 'মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ ডলারভিত্তিক সম্পদের প্রতি আস্থা আরও কমাচ্ছে। এর প্রভাবেই বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন।'
শুধু স্বর্ণ নয়, দাম বেড়েছে অন্যান্য মূল্যবান ধাতুরও। বুধবার স্পট সিলভারের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪০ দশমিক ৯৭ ডলারে, যা ২০১১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।
প্লাটিনামের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১৭ দশমিক ০৩ ডলার এবং প্যালাডিয়ামের দর উঠেছে ১ হাজার ১৪৮ দশমিক ৬০ ডলারে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.