
ঢাকা উদ্যান পাবলিক হাই স্কুলে প্রধান শিক্ষক অপসারণে কোচিং সিন্ডিকেটের চক্রান্ত!
মো: মহিব্বুল্লাহ, স্টাফ রিপোর্টার।
রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় অবস্থিত ঢাকা উদ্যান পাবলিক হাই স্কুলে চলছে শিক্ষার নামে কোচিংবাণিজ্যের দৌরাত্ম্য। বিদ্যালয়ের কয়েকজন প্রভাবশালী শিক্ষক নিয়মিত শ্রেনী পাঠ ফাকি দিয়ে বিকালে ব্যক্তিগত কোচিংসেন্টার পরিচালনায় ব্যস্ত, এই কোচিং বাণিজ্য ধরে রাখতে চতুর শিক্ষকগন রামরাজত্য করার জন্য,কৌশলে বিদ্যালয়েরপ্রতিবাদী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানকে সরিয়ে দিয়েছেন বলে শিক্ষার্থী অভিভাবক ও সাধারন শিক্ষকদেরমাঝে চলছে চাপাক্ষোভ মিশ্র প্রতিক্রিয়া।
অনুসন্ধানে জানা গেছে, শিক্ষকরা বিদ্যালয়ে ইচ্ছাকৃত ভাবে শ্রেণিকক্ষে সঠিকভাবে পাঠদান না করে বাধ্যতা মুলক শিক্ষার্থীদের কোচিং বাণিজ্য সেন্টারে ভর্তি হতে হয়। শ্রেনী কক্ষে না পড়িয়ে তারা প্রায়ই বলেন,বিষয়টি কোচিংয়ে ব্যাখ্যাকরব।” ফলে শিক্ষার্থীরা অতিরিক্ত খরচ বহন করতে বাধ্য হয়, আর অভিভাবকেরা অভিযোগ জানালেও কর্তৃপক্ষ নীরবশ্রোতার ভুমিকায় অবতির্ণ হয় । কোচিং বাণিজ্যের বিষয়টি গোপন রাখতে শিক্ষক সিন্ডকেট ছাত্র–ছাত্রীদেরকে মিথ্যা শিখাচ্ছেন। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে ছাত্রছাত্রীদেরকে প্রধান শিক্ষকের উপরে উসকে দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান এর বিরুদ্ধে মিছিল ও বিক্ষোভ করান, কিছু শিক্ষার্থী বিদ্যালয়ের সভাপতি ড. মো: আমিরুল ইসলাম বরাবর একটি অভিযোগ জমা দেন। তবে জানা যায় সেই অভিযোগের কোনো তদন্ত না করেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে হাবিবুর রহমান কে অব্যাহতি দেওয়া হয়। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে একাধিক শিক্ষক নাম প্রকাশ করতে নিষেধকরে বলেন;
মো: হাবিবুর রহমান স্যারের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ আমরা শিক্ষকরা আমলে নেই নি এবং অই অভিযোগে কি লেখা ছিলো তাও সভাপতি মহোদয় আমাদেরকে জানাননি ।
একজন শিক্ষক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন;
” ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান স্যার খুবই ভালো মানুষ ছিলেন। অন্যায়, অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে স্যার কথাবলায় কয়েকজনের কোচিং ব্যবসায় সমস্যা হচ্ছিল, তাই তাকে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হয়েছে।”
একজন অভিভাবক ক্ষোভ জানিয়ে বলেন;
“স্কুলে আগের মত এখন আর পড়ানো হয় না। তাই বাধ্য হয়ে অনেকেই কোচিং করায়। স্যারদের কাছে কোচিং না করালেপরিক্ষায় বাচ্চাদের নম্বর কম দেওয়া হয়।”
শিক্ষাবিদদের মতে, এই প্রবণতা শিক্ষার মান ধ্বংস করছে এবং শিক্ষা গ্রহনে ছাত্র ও অভিভাবকদের আস্থা কমিয়ে দিচ্ছে।শিক্ষা প্রতিষ্ঠানকে কোচিং সেন্টারে রূপান্তরিত হতে দেওয়া হলে শিক্ষার মান ধ্বংস হবে,” — বলেন এক শিক্ষা বিশ্লেষক।
এ বিষয়ে ঢাকা উদ্যান পাবলিক হাই স্কুলের কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য চাইলে কেহ মুখ খুলতে রাজি হয়নি।