নীলফামারী সংবাদদাতা:
নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় বাঁশবাগান থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সঙ্গে পাওয়া গেছে ৪৯ হাজার ৭৫০ টাকা। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভেলারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সকালে এক কৃষক ঘাস কাটতে গিয়ে গ্রামের একটি বাঁশবাগানের ভেতর মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি আরও জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরনে ছিল একটি হাফশার্ট ও একটি লুঙ্গি। লুঙ্গির গিঁট খুলে দেখা যায়, সেখানে রাখা রয়েছে নগদ ৪৯ হাজার ৭৫০ টাকা।
তিনি বলেন, মরদেহটি অজ্ঞাত পরিচয়ের। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করতে হবে। পরিচয় শনাক্তে স্থানীয় থানাসমূহে খবর দেওয়া হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.