বিজয় দিবসে দূর্বার তারুণ্য এর ব্যতিক্রমী কার্যক্রম নজর কেড়েছে সবার

স্টাফ রিপোর্টারঃ

মহান বিজয় দিবসে বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করেছেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ।শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে জেলার মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিকেল বেলা হঠাৎ লাল-সবুজ পাঞ্জাবি পড়া কয়েকজন তরুণ আসে শহীদ মিনারে৷ প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। কিছুক্ষণ অপেক্ষা করেন তারা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গাড়ি আসতেই তারা লেগে পড়েন কাজে। সিটি কর্পোরেশন এর কাজে সহায়তা করতে থাকেন তারা। গাট্টি করে ফুলের স্তবকগুলোকে তুলে দেন সিটি কর্পোরেশন এর গাড়িতে। এসকল তরুণরা নিজেদের সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য এর সেচ্ছাসেবক হিসেবে পরিচয় দেন।

এসময় উপস্থিত ছিলেন দূর্বার তারুণ্য এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম, অর্থ সম্পাদক তা রবিউল হাসান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সদস্য মোঃ রিয়াদ হোসেনসহ জেলা পর্যায়ের স্বেচ্ছাসেবকরা।

সংগঠনটির প্রধান উপদেষ্টা হেলাল আকবর চৌধুরী বাবর জানান, আমাদের সংগঠন সর্বদা মানুষের পাশে থাকতে পছন্দ করে। দূর্বার তারুণ্য এর মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট সম্পন্ন করে আমরা মানুষের মানসিকতা পরিবর্তন করার চেষ্টা করে থাকি। আমাদের মূল উদ্দেশ্য থাকে কোন ভালো কাজের ম্যাসেজ সবাইকে দেয়া। আজকের মাধ্যমে আমরা এই নগরীকে সর্বদা পরিস্কার ও পরিছন্ন করার অঙ্গীকার করেছি।

এ বিষয়ে দূর্বার তারুণ্য এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদ বলেন, আমরা দূর্বার তারুণ্য সব সময়ই ইউনিক কিছু করার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম কিছু হয় নি। আমরা সিটি কর্পোরেশন কাজে শুধুমাত্র সহায়তা করেছি। আমাদের নগরী যেন পরিষ্কার থাকে সেই ব্যাপারে আমরা সর্বদাই সচেতন। কিন্তু আজকের বিশেষত্ব হল- শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যে-ই ফুল ব্যবহার করা হয়েছে সেই ফুলের ব্যবস্থা যেন যথাযথভাবে সম্পন্ন করা যায়।

সিটি কর্পোরেশন এর পরিছন্নকর্মী মোঃ শিপন বলেন, তারা যা করেছে, তা ই বা কয়জনে করে? ওনাদের জন্য আমাদের কাজ সহজ ও তাড়াতাড়ি হয়েছে। ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

সমাজ বিশ্লেষকরা মনে করছেন, দূর্বার তারুণ্য এই প্রজেক্ট মানুষের মানসিকতা পরিবর্তনে বিশাল ভূমিকা রাখবে। হয়তো তাদের ধারাবাহিক কার্যক্রম আমাদের শহরকে পরিছন্ন নগরীতে রুপান্তর করবে।

জহির বাহিনীর তান্ডব! সোনাইমুড়ীতে জবর দখল বসত ঘর নিশ্চিহ্ন

 

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালী সোনাইমুড়ীতে ভূমি খেকো জহির (জহুর) বাহিনীর তান্ডবে নিরীহ বদিউল আলমের বসতি ভিটায় ভাংচুর, লুটপাট ও বসত ঘর নিশ্চিহ্ন করে জবর দখল করে পাকা দালান তৈরি অভিযোগ উঠেছে। ২০ মে’২৪ সোমবার থেকে সপ্তাহ জুড়ে এমন তান্ডবের ঘটনাটি ঘটেছে উপজেলার ১০ নং আমিশাপাড়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ড বিহিরগাঁও রুহুল আমিন ভূঁইয়া বাড়িতে।

সরেজমিনে অনুসন্ধান কালে স্থানীয়ভাবে জানা যায়, মৃত সুলতান আহম্মদ ভূঁইয়ার পুত্র বদিউল আলম জেলা জরিপি ৭৬ ও ৭৮, বিএস জরিপি ১২০ নং দাগে (বাড়িতে) খরিদ সূত্রে ৭২ শতাংশ ভূমির মধ্যে ১২১ নং দাগ ভূমির মালিক হয়। ভূমি ভরাট করে বসত বাড়ি তৈরি ও চৌচালা টিনের ঘর ও রান্না ঘর করে স্ত্রী পরিবার পরিজন নিয়ে বসবাস করতো। জীবিকার তাগিদে বর্তমানে অসুস্থ্য থাকার কারণ বসত ঘরে তালাবদ্ধ করে বদিউল আলম পরিবার নিয়ে ঢাকায় অবস্থান করে। মাঝে মধ্যে বাড়িতে এসে জায়গা জমি ও গাছপালা রক্ষনা বেক্ষণ করতো। গত ১ মাস আগে থেকে একই বাড়ির মৃত রুহুল আমিন ভূঁইয়ার পুত্র ভূমি খেকো জহির, সাত্তার গং লোকজন তাদের ভগ্নিপতি প্রভাবশালী কনকের ইন্দনে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে বদিউল আলমের সৃজিত গাছপালা কেটে ফেলে ও বদিউল আলমের বসত ঘর রান্নাঘর বাথরুম ইত্যাদি নিশ্চিহ্ন করে তথায় পাকা দালানঘর তৈরির বেইসমেন্টের কাজ শুরু করে। জহুর বাহিনীর এমন তান্ডবের খবর পেয়ে ভুক্তভোগী বদিউল আলম এলাকার মেম্বার ও গন্যমান্যদের অবহিত করিয়া সামাজিক বিচার দাবি করেন। সরজমিনে অনুসন্ধানকালে এই প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে জহির স্বীকার করে বলেন, এই বসত বাড়িটি বদিউল আলমের বাধানো ও তার বসত ঘরটি তাকে না জানিয়েই আমার বড় ভাই সাত্তারের নির্দেশেই লোকজন দিয়ে খুলে অন্যত্র রাখা হয়েছে। তবে উনার সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধান করা হবে।

এ ব্যাপারে ০৫ নং ওয়ার্ড মেম্বার শাহ আলম (লাদেন) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাটি শুনেছি ও বদিউল আলম কে স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিতভাবে অভিযোগ দেওয়ার কথা বলেছি, লিখিত অভিযোগ পেলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাত্তার গংদের দালান নির্মান কাজ বন্ধ করা যেত। ইউনিয়ন আ’লীগ সেক্রেটারি নজরুল ইসলাম বলেন, আমি ঘটনাটি শুনেই সেখানে গিয়ে সাত্তার ও জহির গংদের কাজ স্থগিত রাখতে বলি। জহির গং লোকজন বদিউল আলমের বসত ঘর নিশ্চিহ্ন ও গাছপালা কর্তন করার বিষয়ে তিনি আরও বলেন সম্পূর্ন অমানবিক ও সন্ত্রাসী কার্যক্রম করেছে, যা একেবারেই নিন্দনীয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান