নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
"তালবীজ লাগাবো, পরিবেশ বাঁচাবো" – এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে তালবীজ রোপণ কর্মসূচি চালিয়েছে একদল ক্ষুদে শিক্ষার্থী। ৪ অক্টোবর, শনিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত নালিতাবাড়ী নাকুগাঁও প্রধান সড়ক থেকে খলিশাকুড়া গারো বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার ধারে তিন শতাধিক তালবীজ রোপণ করা হয়।
এই উদ্যোগ নিয়েছে শিমুলতলা স্লোইসগেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা প্রত্যেকে নিজ বাড়ি ও আশপাশের এলাকা থেকে তালবীজ সংগ্রহ করে স্কুলে এনে জমায়েত করে। এরপর তারা নিজেরাই রাস্তার পাশে তালবীজ গুলো রোপণ করে।
বিদ্যালয়ের শিক্ষকরা আগে থেকেই শিক্ষার্থীদের তালগাছের উপকারিতা বোঝান এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন। এতে শিশুরা উৎসাহ পায় এবং নিজেরাই এই উদ্যোগ নেয়।
তালবীজ রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এবিএম সাব্বির, মোকাম্মেল কাজল, আ. লতিফ, নুরুল আমীন মাস্টার, ছাত্রদল নেতা বুলবুল, কায়েসসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.