বিশেষ সম্মাননা পেলেন দৈনিক সবুজ বাংলাদেশ সম্পাদক মোহাম্মদ মাসুদ

স্টাফ রিপোর্টার :
“স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান অনুষ্ঠানে গণমাধ্যম তথা সাংবাদিকতা পেশায় ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদ।

গতকাল শনিবার বিকাল ৫ টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে মানবাধিকার প্রতিদিনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে সাংবাদিকতায় প্রবেশের মাধ্যমে ২০১৫ সালে দৈনিক সবুজ বাংলাদেশ প্রতিষ্ঠার পর নিজেই সংবাদ লেখা, সম্পাদনা ও পরিবেশনার মাধ্যমে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকাকে সাধারণ তথা দেশের মানুষের কন্ঠস্বর হিসেবে এক অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। তার এই বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” এ বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। সম্মাননা পেয়ে সম্পাদক মোহাম্মদ মাসুদ মানবাধিকার প্রতিদিন কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যিনি সম্মান দেন এবং যিনি সম্মান পান উভয়েই সম্মানিত।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি আমার সাংবাদিকতায় নানা বাধাবিপত্তির মধ্যেও বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশে অবিচল ছিলাম এবং যতোদিন বেচে থাকবো ঠিক সত্যের সাথেই থাকবো ইনশাআল্লাহ।

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (২৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৪ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ওই আদেশে বলা হয়, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি সংগঠনটিতে কেন প্রশাসক নিয়োগ করা হবে না-সে মর্মে কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি। ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও নির্বাহী সচিব এর পরস্পর বিরোধী বৈরী লিখিত বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে, সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশে সার উৎপাদনকারী, আমদানিকারক ও ডিলাররা আতঙ্কের মধ্যে আছেন বলেও ওই আদেশে বলা হয়।

আদেশে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন। যে কারণে অ্যাসোসিয়েশনের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করার জন্য বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করে সরকারের অনুমোদনক্রমে প্রশাসক নিয়োগ করা হলো। এ প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম