মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার প্রতিনিধি:

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সিনিয়র সদস্য এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বেলা ২টায় এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্দোগে মৌলভীবাজার কোর্ট জামে মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের ইমাম ও টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম। দোয়া মাহফিলে এম সাইফুর রহমানের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং বাংলাদেশের অর্থনীতিতে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমদ, যুগ্ম আহ্বায়ক মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা জজ কোর্টের পিপি ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য আলহাজ মো. বদরুল আলম, বকসী মিসবাউর রহমান, এম ইদ্রিস আলী, মু. ইমাদ উদ-দীন, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু, এডভোকেট হাফিজ আব্দুল আলীমসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মুসল্লিরা।

ডেমরার আমুলিয়া এলাকায় আতঙ্কের নাম কিশোর গ্যাং

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানী ডেমরায় অপরাধ জগতের ভয়ঙ্কর আতঙ্কের নাম কিশোর গ্যাং। কিশোর গ্যাং এর উৎপাতে দিশেহারা এলাকাবাসী।ডেমরা আমুলিয়া বেপারী পাড়া ৭০ নং ওয়ার্ডের মজিদ এর পুত্র নওসের আলী (সাদ) এর নেতৃত্বে গড়ে উঠেছে ভয়ংকর কিশোর গ্যাং।

বেপারীপাড়া আমুলিয়ায় নূর হোসেনের ভাগিনা নওসের আলী (সাদ) গ্রুপে প্রায় ৩০ জনের মতো সদস্য ছোট ছোট অপরাধ থেকে শুরু করে মারামারি, ইভটিজিং, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদকাসক্তি, মাদক, আগ্নেয়াস্ত্র সম্পর্কিত গুরুতর অপরাধে জড়িয়ে পড়েছে । এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে।এই এলাকায় কিশোর গ্যাং সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার ঘটনাটি আশঙ্কাজনক। হুমকির মুখে পড়ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি।

৭০ নং ওয়ার্ড এবং ৭৩ নাম্বার ওয়ার্ড এলাকার বর্ডার হওয়ার কারণে বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জড়িয়ে পড়ছে হানাহানি মারামারিতে।

আমুলিয়া এলাকায় বাসিন্দার, জানান দীর্ঘদিন ধরে তাদের যন্ত্রণায় ঘর থেকে বের হতেও ভয় লাগে, প্রায় সময়ই দেখা যায় হাতে লোহার রড চাপাটি চাকুসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে।এদের গ্রুপটি মাদকসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে ও বলে জানান স্থানীয়রা । এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে তাদের অভিমত।
এসব বিষয়ে কথা বলতে কিশোর গ্যাংয়ের লিডার নওশের আলী সাদের মুঠোফোনে একাধিক বার কল দিলেও সে ফোন রিসিভ করেননি ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম