নিজস্ব সংবাদদাতা - কোন ভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হচেছনা গজারিয়া উপজেলার নদীবেষ্টিত ইউনিয়ন গুয়াগাছিয়াতে। একের পর এক বাড়ী ঘরে লুট , চাঁদার দাবীতে নিরীহ লোকজনকে মারধোর, প্রকাশ্যে অস্ত্রের মহরা দেখিয়ে নিজেদের অবস্থান জানান দেয়া, অনেকটাই রেওয়াজে পরিনত হয়েছে এই ইউনিয়নটিতে। সন্রাস ও ডাকাতি বন্ধে ইতিমধ্যে স্থাপন করা হয় অস্থায়ী পুলিশ ক্যাম্প। পরিদর্শনে গিয়েছিল স্বরাষ্ট উপদেষ্টাও, তিনি আশ্বস্তও করেছিল সন্ত্রাস বন্ধ হবে এবং ইউনিয়নবাসী শান্তিতে বসবাস করতে পারবে৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নুন্যতম দুই ডজন মামলার আসামি জলদস্যু জিতু রাড়ীর নেতৃত্বে শিমুলিয়া বালুয়াকান্দি ও জামালপুর গ্রামের বিভিন্ন বাড়ীতে হামলা চালায়। ভাংচুর লুট পাট চালানো হয় নুন্যতম ১০/১২ বাড়িতে। হামলায় আহত হয় নারী পুরুষ সহ ১৫/২০ জন। লুট করে নেয় সোনা গয়না, টেলিভিশন, টাকা পয়সাসহ বসত ঘরে থাকা গচিছত আসবাপত্রও। হামলায় ভাংচুর ও লুটপাট চালানো হয় এদের তালিকায় আছে শিমুলিয়া বালুয়াকাদি গ্রামের প্রবাসী সামাদ, স্থানীয় রিনা, আলম, আক্তার সরকার, শিউলি বেগম ও জামালপুর গ্রামের ২ নং ওয়ার্ডের মেম্বার মাহমুদ আলীর পরিবারসহ আরো অনেকের বাড়ি ঘরে। হামলায় আহত হয়ে গজারিয়া উপজেলা স্বাস্থকমপ্লেক্সে চিকিৎসাধীন আছে, হীরা বেগম, রিনা, শিউলি, সাহিদা, পিংকি, নুর জাহান, কামরুন বেগম, সাবিরুন। এই হামলায় জিতু রাড়ীর নেতৃতে অংশ গ্রহণ করে স্থানীয় ভাবে ডাকাত সর্দার হিসেবে পরিচিত গোলজার, তারই গ্রুপের সদস্য কুদ্দুস , জিহাদ, সাব্বির ,শাহাবুদ্দিন, লনি রাড়ী , সাইফুল, রেনু রাড়ী ,আকাশ খাসহ ৩০/৪০ জন সশস্ত্র সন্ত্রাসী। স্থানীয় সুত্রে জানা গেছে হামলা চালানোর সময় ব্যবহার করা হয় পিস্তল - বন্দুক রামদা ও দেশিয় অস্ত্র-সস্ত্র । এই বাহিনী গত দুদিন আগেও মাসুদ নামে এক মাছ ব্যবসায়ীকে ধরে নিয়ে গুলি করে রক্তাক্ত জখম করে। এই ব্যাপারে মাসুদ পরিবার গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। নদী বেষ্টিত ইউনিয়ন গুয়াগাছিয়া। সন্ত্রাসী বাহিনী বিভিন্ন অপকর্ম করে সহজেই পাশ্ববর্তী উপজেলা এলাকায় চলে যেতে পারে। অভিযোগ উঠেছে জিতু রারী ও গোলজার ডাকাত বাহিনী দীঘদিন পর এলাকায় ফিরেছে। মুলত তাদের নেতৃত্বেই স্থানীয় লোকজনকে মারপিট বিভিন্ন ভাবে নির্যাতন, নিপীড়ন, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, গুলি ,বোমা বাজি সহ নানান অবৈধ কর্মকাণ্ড করে এলাকাকে অশান্ত করে তুলেছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.