
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন-৫/১ থেকে জোন-২/১ এ ২২ সেপ্টেম্বর বদলি হওয়া অথরাইজড অফিসার মোঃ হাসানুজ্জামান জোন-৬/১ থেকে জোন-৫/১ এ এসে দুর্নীতির উদ্দেশ্যে ইমারত পরিদর্শকদের নিয়ে গড়ে তোলেন গোপন সিন্ডিকেট। জোন-৫ এর পরিচালক মোঃ হামিদুল ইসলাম দুর্নীতিতে ডুবে থাকায় এই সিন্ডিকেট আরও শক্তিশালী হয়ে উঠে। অথরাইজড অফিসার মোঃ হাসানুজ্জামান বদলি হয়ে গেলে জোন-৫/১ এর ০৫ ইমারত পরিদর্শকদের নিয়ে গঠিত সিন্ডিকেট এর নেতৃত্বে বর্তমানে আছেন প্রধান ইমারত পরিদর্শক মোঃ সাব্বির আহমেদ। এই সিন্ডিকেটে রয়েছেন ইমারত পরিদর্শক মো: তুহিন রেজা, মো: আমিনুল ইসলাম, আবদুল ছাত্তার, উজ্জ্বল চন্দ্র দেব, মোঃ মেহরাব হোসেন, মোঃ রহমত উল্লাহ।
জোন-৫ এর তিনটি সাব-জোনের মধ্যে একটি হল ৫/১, যার আওতায় রয়েছে মহাখালি বাস স্টপ- সাব-জোন ৩/২ এর দক্ষিন সীমানা সাব-জোন ৩/৩ এর দক্ষিন সীমানা ঢাকা জেলা সীমানা- কালিগঙ্গা নদী-ধলেশ্বরী নদী- চুনার চর ঘাট- ইটাখোলা ব্রিজ- ইসলামবাগ রোড- বুড়িগঙ্গা নদী- বসিলা ব্রিজ- বসিলা রোড- আসাদ এভিনিউ- মিরপুর রোড-মানিক মিয়া এভিনিউ- খামার বাড়ি রোড- কাজী নজরুল ইসলাম এভিনিউ- তেজতুরী বাজার এভিনিউ- ঢাকা এলিভার্টেড এক্সপ্রেসওয়ে-তেজগাঁও রেললাইন- মহাখালি বাস টার্মিনাল।
এই এরিয়ার মধ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকা। মোহাম্মদপুর হাউজিং, মোহাম্মদপুর সোসাইটি, বসিলা গার্ডেন সিটি, জাপান গার্ডেন সিটি, ঢাকা উদ্যান, চাদ উদ্যান সহ একাধিক আবাসিক এলাকায় সরকারি খাস জমি দখল, প্লান বহির্ভূত অনুমোদনহীন অবৈধ ভবন থেকে বিভিন্নভাবে অর্থ আদায় করছে এই সিন্ডিকেট।
এই সিন্ডিকেট নিয়ে সদ্য জোন-৫/১ এ দায়িত্বপ্রাপ্ত অথরাইজড অফিসার সাঈদা ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন, আমি সদ্য যোগদান করার ফলে এখনো সব বুঝে নিতে পারিনি। আশাকরি দ্রুত সকল দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করবো। তিনি আরও বলেন, আপনি যে প্রশ্ন করেছেন সেই বিষয়ে উত্তর দিতে গেলে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে অনুমতি নিতে হবে।