কেন ভাঙছেনা রাজউক জোন-৫/১ এর ইমারত পরিদর্শকদের সিন্ডিকেট?

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন-৫/১ থেকে জোন-২/১ এ ২২ সেপ্টেম্বর বদলি হওয়া অথরাইজড অফিসার মোঃ হাসানুজ্জামান জোন-৬/১ থেকে জোন-৫/১ এ এসে দুর্নীতির উদ্দেশ্যে ইমারত পরিদর্শকদের নিয়ে গড়ে তোলেন গোপন সিন্ডিকেট। জোন-৫ এর পরিচালক মোঃ হামিদুল ইসলাম দুর্নীতিতে ডুবে থাকায় এই সিন্ডিকেট আরও শক্তিশালী হয়ে উঠে। অথরাইজড অফিসার মোঃ হাসানুজ্জামান বদলি হয়ে গেলে জোন-৫/১ এর ০৫ ইমারত পরিদর্শকদের নিয়ে গঠিত সিন্ডিকেট এর নেতৃত্বে বর্তমানে আছেন প্রধান ইমারত পরিদর্শক মোঃ সাব্বির আহমেদ। এই সিন্ডিকেটে রয়েছেন ইমারত পরিদর্শক মো: তুহিন রেজা, মো: আমিনুল ইসলাম, আবদুল ছাত্তার, উজ্জ্বল চন্দ্র দেব, মোঃ মেহরাব হোসেন, মোঃ রহমত উল্লাহ।

জোন-৫ এর তিনটি সাব-জোনের মধ্যে একটি হল ৫/১, যার আওতায় রয়েছে মহাখালি বাস স্টপ- সাব-জোন ৩/২ এর দক্ষিন সীমানা সাব-জোন ৩/৩ এর দক্ষিন সীমানা ঢাকা জেলা সীমানা- কালিগঙ্গা নদী-ধলেশ্বরী নদী- চুনার চর ঘাট- ইটাখোলা ব্রিজ- ইসলামবাগ রোড- বুড়িগঙ্গা নদী- বসিলা ব্রিজ- বসিলা রোড- আসাদ এভিনিউ- মিরপুর রোড-মানিক মিয়া এভিনিউ- খামার বাড়ি রোড- কাজী নজরুল ইসলাম এভিনিউ- তেজতুরী বাজার এভিনিউ- ঢাকা এলিভার্টেড এক্সপ্রেসওয়ে-তেজগাঁও রেললাইন- মহাখালি বাস টার্মিনাল।

এই এরিয়ার মধ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকা। মোহাম্মদপুর হাউজিং, মোহাম্মদপুর সোসাইটি, বসিলা গার্ডেন সিটি, জাপান গার্ডেন সিটি, ঢাকা উদ্যান, চাদ উদ্যান সহ একাধিক আবাসিক এলাকায় সরকারি খাস জমি দখল, প্লান বহির্ভূত অনুমোদনহীন অবৈধ ভবন থেকে বিভিন্নভাবে অর্থ আদায় করছে এই সিন্ডিকেট।

এই সিন্ডিকেট নিয়ে সদ্য জোন-৫/১ এ দায়িত্বপ্রাপ্ত অথরাইজড অফিসার সাঈদা ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন, আমি সদ্য যোগদান করার ফলে এখনো সব বুঝে নিতে পারিনি। আশাকরি দ্রুত সকল দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করবো। তিনি আরও বলেন, আপনি যে প্রশ্ন করেছেন সেই বিষয়ে উত্তর দিতে গেলে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে অনুমতি নিতে হবে।

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা গ্রেপ্তার ২ জন

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা গ্রেপ্তার ২ জন

ডেস্ক রিপোর্ট:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সিফাত মোল্লা (২৫) ও মো. মাসুম বেগ (২৫)।

আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে নিউমার্কেটের ১ নম্বর গেটের সংবাদপত্র বিক্রয়কেন্দ্রের সামনে জনৈক ব্যক্তি তাঁর মুঠোফোনে ফেসবুক ব্যবহার করার সময় চাঁদপুর ইলিশ ঘাট নামক পেজে ইলিশ মাছের লোভনীয় বিজ্ঞাপন দেখেন।

বিজ্ঞাপনের আকর্ষণে তিনি ওই পেজে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে যোগাযোগ করেন। একপর্যায়ে ইলিশ মাছ কেনার উদ্দেশ্যে তিনি মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে প্রতারকদের দেওয়া বিভিন্ন নম্বরে টাকা পাঠান। এভাবে বিভিন্ন কৌশলে প্রতারকেরা ওই ব্যক্তির কাছ থেকে দুই লাখের বেশি টাকা হাতিয়ে নেন। ওই ঘটনায় তিনি বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা করেন।

মামলাটি তদন্তের সময় পাওয়া গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এর ভিত্তিতে নিউমার্কেট থানার একটি আভিযানিক দল গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইল সদর থানার রতনগঞ্জ বাজার থেকে মো. সিফাত মোল্লাকে এবং গতকাল বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে মো. মাসুম বেগকে একই জেলার কালিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মুঠোফোন ও একটি সিম জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম