১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । দুপুর ২:৪৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
আজ বছরের প্রথম দিনে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ চাঞ্চল্যকর মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলার বাদী নুসরাত জাহান তানিয়া বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন।
নুসরাত জাহান তানিয়া আজ বিচারক মাফরোজা পারভীনের আদালতে এ আবেদন করেছেন। বিচারক বেগম মাফরোজা পারভিন মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করার জন্য ১৫ জানুয়ারি দিন ধার্য করেন।
এর আগে গত বছরের ১২ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন পিবিআইয়ের পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।
তদন্ত প্রতিবেদনে, আইও বলেছেন, তিনি আনভীর এবং অন্যান্যদের বিরুদ্ধে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাননি। অথচ নাগরিক টিভি আনভীরের বাসায় একাধিকবার উপঢৌকন নিতে আশরাফের যাতায়াতের প্রমান পেয়েছে। এই তদন্তকারী কর্মকর্তা আশরাফ মূলত আনভীরের কেনা গোলাম এবং তিনি বিপুল অংকের টাকা আনভীরের থেকে উপহার হিসেবে গ্রহণ করেছেন।
আনভীরের সেবাদাস আশরাফের সাজানো তদন্ত প্রতিবেদনের মূল উদ্দেশ্যই ছিল আনভীরকে এই মামলা থেকে বিনা জিজ্ঞাসাবাদে অব্যাহতি প্রদান করা। দৃশ্যমান এ অন্যায়ের বিরুদ্ধে সবুজ বাংলাদেশ জাগ্রত আছে। মুনিয়া হত্যার ন্যায়বিচারের স্বার্থে যারাই এ মামলাকে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করে যাচ্ছেন, তাদের দিকে নজর রাখছে। সত্য অবশ্যই প্রতিষ্ঠা পাবে, অর্থ দিয়ে আনভীরকে সানভীরের মতো পার পেতে দেবো না।
Leave a Reply