কুমিল্লা সাংবাদিক কল্যান পরিষদের উদ্দেগে আহসান হাবিব পাখীকে সংবর্ধনা

কুমিল্লা প্রতিনিধিঃ

পেশাগত ও সমাজজীবনে কেউ ভালো কাজ করলে তাঁকে পুরস্কৃত ও সম্মাননা দেয়া উচিত, বেসরকারী টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবিব পাখি ২০২২সালে সংবাদ প্রেরণে শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কার লাভ করায় শুভেচ্ছা ও সংবাবর্ধনা প্রদান করেছে সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা। গত ১ জানুয়ারী সন্ধ্যায় কুমিল্লা নগরীর গর্জনখোলায় একটি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সৈয়দ আহসান হাবিব পাখিকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক ক্রেষ্ট উপহার দেয়া হয়। সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান,কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নিউজ টুয়েন্টি ফোর চ্যানেলের প্রতিনিধি হুমায়ুন কবির জীবন,দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু,দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক,দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন চাষী,দৈনিক ভোরের কলাম পত্রিকার সম্পাদক, তৌহিদ মাহমুদ অপু, সমাজকর্মী খাদেম মোঃ ফিরোজ, সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার অর্থ সম্পাদক জুয়েল রানা মজুমদার, ও সদস্য রবিউল বাশার খান সদস্য মোঃ শরিফুল ইসলাম সুমন,সোহাগ মিয়াজি,নেকবর হোসেন,তরিকুল ইসলাম তরুন,রাজিব সাহা, হাবিবুর রহমান খান, অমিত মজুমদার, মাইনুলহক,জামাল উদ্দিন দামাল,রোকসানা সুখী, অনুষ্ঠানের শুরুতে ইংরেজী নববর্ষ উপলক্ষে সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন আমাদের পেশাগত ও সমাজজীবনে কেউ ভালো কাজ করলে তাকে পুরস্কিৃত ও সম্মাননা দেয়া উচিত। এতেকরে সমাজ ও পেশাগত জীবনে মানুষ ভালো কাজ করতে উৎসাহিত হবে। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সাংবাদিক মোঃ নুরুল ইসলাম।

কদমতলীতে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ গ্রেফতার ২

জাহিদ হাসান পিন্টু॥
রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ বাবুল ও মোঃ বিজয়।

শুক্রবার (১২ আগস্ট ২০২২) বিকাল ৫:০৫ টায় কদমতলী থানার জনতাবাগ জোড়া খাম্বা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে লালবাগ জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামসুল আরেফীন  জানান, কতিপয় মাদক কারবারি কুমিল্লা হতে প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে ঢাকার দিকে আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে কদমতলী থানার জনতাবাগ জোড়া খাম্বা এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে প্রাইভেটকারসহ বাবুল ও বিজয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাইভেটকারটি তল্লাশি করে ৩৫০ বোতল ফেন্সিডিল ও মাদক কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম