চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

ডেস্ক রিপোর্ট :

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।এ পর্যন্ত ১৬ টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৬টি ইউনিট কাজ করছে। ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সাত তলা ভবনের ৫, ৬, ৭ তলায় আগুন লেগেছে।এটি একটি তোয়ালে কারখানায়  আজ বৃহস্পতিবার  বেলা  ২ টা ১০ মিনিটে আগুন লাগে। খবরে পেয়ে ফায়ার  সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়।বিমান বাহিনী ও নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছেন।

মেঘনায় ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর জনসংযোগে বাধার অভিযোগ

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় নৌকা প্রার্থীর সমর্থক ও রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান মজির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (২০শে ডিসেম্বর) বিকাল ৫ ঘটিকায় নির্বাচনী এলাকা লক্ষ্মণখোলা বাজারে হ্যান্ডবিল বিতরণ ও জনসংযোগ চলাকালে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরী (সাবেক এমপি)-এর নির্দেশে এই ইউপি চেয়ারম্যান কুমিল্লা-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ’কে উস্কানীমূলক গালমন্দ, ভয়ভীতি প্রদর্শন ও প্রচারণায় বাধাসহ লক্ষ্মণখোলা বাজার থেকে চলে যেতে বলা হয়। এতে প্রার্থীর কর্মীসমর্থকরা ভয় এবং উৎকন্ঠার মধ্যে আছে।

এ বিষয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ নির্বাচনী আচরণবিধি আইনে গত বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) নির্বাচন অনুসন্ধান কমিটি, যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (কুমিল্লা), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোমনা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এর বরাবর আইনি ব্যবস্থা গ্রহণের একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম