ডেস্ক রিপোর্ট :
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।এ পর্যন্ত ১৬ টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৬টি ইউনিট কাজ করছে। ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সাত তলা ভবনের ৫, ৬, ৭ তলায় আগুন লেগেছে।এটি একটি তোয়ালে কারখানায় আজ বৃহস্পতিবার বেলা ২ টা ১০ মিনিটে আগুন লাগে। খবরে পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়।বিমান বাহিনী ও নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.