ডেক্স রিপোর্ট :
রোববার (১৯ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন রাশেদ খান। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, নির্বাচনকে সামনে রেখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশটাকে অস্থিতিশীল করতে পারে এবং তারা ফিরলে কোনো অভিযোগকারীরও ক্ষমা পাওয়ার আশা থাকবে না।রাশেদ খান বলেন, আওয়ামী লীগকে যদি সম্মিলিতভাবে প্রতিরোধ করা না যায়, তাহলে আবারও শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে। সেই পরিস্থিতিতে যারা এখন ক্ষমা করে দিচ্ছে, ভবিষ্যতে হাসিনার পা ধরেও মাফ পাবেন না।রাশেদ খান আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, গুপ্তহত্যা ও নির্বাচনী বাধা তৈরির পরিকল্পনা করছে। তিনি ভীতি প্রকাশ করে বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে বাধা দিলেই দেশে আরেকটি ২০০৭ এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। রাশেদ খান বলেছেন, বর্তমান সময় একতাবদ্ধ থাকার সময় না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.