ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি উপজেলা প্রতিনিধি:
ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পানছড়ির দুদুকছড়া ,অংজপাড়া উযেয়া বৌদ্ধ বিহারে ৫ম তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে দায়ক-দায়িকাদের আয়োজনে দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে দূর-দূরান্ত থেকে হাজারো পূণ্যার্থী অংশ নেন। পঞ্চশীল গ্রহণ শেষে সংঘদান, অষ্টপরিষ্কার দান, পানীয় দান, বুদ্ধমূর্তি দান, চীবর দান, হাজার বাতি দান,কল্পতরু দানসহ নানাবিধ দান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইন্দামেজু মহাথেরো।
এসময় পন্যার্থীদের উদ্দেশ্য ধর্মদেশনা দেন বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ পইঞাসারা ভিক্ষু, কুওয়েদা থের, সুমিতা ভিক্ষু প্রমুখ।
অনুষ্ঠানে উযেয়া বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি সভাপতি সুইহলা মারমা , সাধারণ সম্পাদক উহলাস্যাং মারমা, উযেয়া বৌদ্ধ বিহারে বিহার পরিচালনা কমিটি নেতৃবৃন্দ, গ্রামবাসীসহ বিভিন্ন এলাকা থেকে আগত পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই ঐতিহাসিক ঘটনার স্মরণে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রতিবছর এ ধর্মীয় উৎসবকে 'কঠিন চীবর দান' হিসেবে পালন করে আসছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.