ডেস্ক রিপোর্ট:
গায়িকা রুনা লায়লার জীবন বর্তমানে বেশ ভালো কাটছেন। পরিবারের সাথে সময় কাটাচ্ছেন এবং গান ও সুর নিয়ে কাজ করছেন, যদিও তিনি এখন আর আগের মতো নিয়মিত গান করেন না। সম্প্রতি, তিনি তার স্বামী অভিনেতা আলমগীরের সাথে কলকাতা গিয়েছিলেন এবং সেখানে তার ৬০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। তার মেয়েও সঙ্গীতে ফিরে এসেছেন এবং অনলাইনে একটি সফল প্রসাধনীর ব্যবসা পরিচালনা করছেন। রুনা লায়লা বর্তমানে লন্ডনে তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তিনি তার মেয়ে তানি লায়লার সাথেও সময় কাটান, যিনি সম্প্রতি সঙ্গীতে ফিরে এসেছেন এবং একটি সফল অনলাইন কসমেটিকস ব্যবসা পরিচালনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.