নিজস্ব প্রতিবেদকঃ
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দীর্ঘবছর যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন তাদের সবাইকে সাথে নিয়ে জোঠ গঠনে বিএনপির আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি এমনকি ঐক্য বজায় রাখতে বিভেদের পথে পা না বাড়ানোরও অনুরোধ করেন তিনি। সোমবার যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনায় সালাহউদ্দিন আহমেদ এমন অনুরোধ জানান।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সারাদেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক হচ্ছে। দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই হাইকমান্ডের এই বৈঠক করছে বিএনপি। কোনোভাবেই ঐক্যে ফাটল ধরানো যাবে না বলেও সবাইকে স্মরণ করিয়ে দেন তিনি। তরুণদের রাজনৈতিক ভাবনাকে প্রাধান্য দেয়ার বিষয়েও আলোচনা করেন তিনি। তারুণ্যনির্ভর ভাবনাকে গুরুত্বের সাথে প্রাধান্য দেয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন সালাহউদ্দিন আহমদ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.