বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে কারচুপি বললেন ট্রাম্প, চান তদন্ত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর নির্বাচিত হওয়াকে কারচুপি উল্লেখ করে ২০২০ সালে অনুষ্ঠিত হওয়া নির্বাচনের তদন্ত চান ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি- বাইডেনকে কারচুপির মাধ্যমেই বিজয়ী ঘোষণা করা হয়েছিলো।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মার্কিন বিচার বিভাগকে তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তার দাবি, নির্বাচনটি ‘কারচুপি করে চুরি করা হয়েছিল’। পাঁচ বছর আগের সেই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হয়েছিলেন।

গত রোববার ২৬ অক্টোবর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘কারচুপি করে তাস খেলা এনবিএ খেলোয়াড়দের চেয়েও খারাপ হচ্ছে নির্বাচনে ডেমোক্র্যাটদের কারচুপি! ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন ছিল কারচুপিপূর্ণ ও চুরি করা, এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারি।’

তিনি আরও লেখেন, ‘আমাদের দেশকে দেখুন, একজন দুর্নীতিগ্রস্ত বোকা প্রেসিডেন্ট হওয়ার পর কী অবস্থা হয়েছে! এখন সবই পরিষ্কার।’

এরপরই ট্রাম্প ‘আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় এই কেলেঙ্কারি’ নিয়ে সর্বোচ্চ উৎসাহে তদন্তে নামতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, ‘যদি তদন্ত না হয়, তাহলে এমন ঘটনা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে আবারও ঘটবে।’

ট্রাম্প আবারও আগাম ভোটের বিরোধিতা এবং ভোটার পরিচয়পত্র আইনের প্রতি সমর্থন জানান। ক্যালিফোর্নিয়ার ব্যালট নীতির সমালোচনা করে তিনি দাবি করেন, ‘লাখ লাখ ব্যালট পাঠানো হচ্ছে।’

পোস্টের শেষে তিনি রিপাবলিকানদের উদ্দেশে লেখেন, ‘বুদ্ধি খাটাও রিপাবলিকানরা, খুব বেশি দেরি হওয়ার আগেই।’

হোমনা-মেঘনা আসনের দাবিতে গণ-সমাবেশ

মো: ইব্রাহীম খলিল মোল্লাঃ

কুমিল্লার মেঘনা উপজেলায় হোমনা-মেঘনা উপজেলার সমন্বয়ে সংসদীয় আসন পুনঃ নির্ধারণের দাবীতে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৪ এপ্রিল,২০২৩) সোমবার বিকাল ৩ ঘটিকার সময় রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির দাবিতে উপজেলার হাইওয়ে কমপ্লেক্সের সামনে শান্তিপূর্ণভাবে এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল গাফফার হাউদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম।

প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন শিশির, মেঘনা উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য জনাব হোসেন মনির, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আল বাকী শামিম, গোবিন্দ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সি তপন, লুটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ সিকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গাজী দেলোয়ার হোসেন মাষ্টার, মুক্তিযোদ্ধা বৃন্দ সহ অন্যরা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম