প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ৫:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ৫:০৮ পি.এম
সাইবার নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে সরকার: আইসিটি সচিব
ডেস্ক রিপোর্ট :
দেশের জনগণের ডেটা সুরক্ষা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। শনিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) বোর্ডরুমে আয়োজিত ক্লাউড কম্পিউটিং ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি মেজারস ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, আইসিটি বিভাগ একাডেমিশিয়ান, বেসরকারিখাত ও সরকার এই তিন পক্ষকে সমন্বিতভাবে যুক্ত করে সমস্যাগুলো চিহ্নিত করছে এবং সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নের কাজ করছে, এর সুফল খুব শিগগিরই দৃশ্যমান হবে। ভবিষ্যতে আইসিটি বিভাগ থেকে প্রাইভেট সেক্টরকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্টের এই যুগে প্রযুক্তি যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে, ঠিক সেভাবেই আমাদের শিল্প ও ব্যবসায়ীখাতে পরিবর্তন আনার তাগিদ দেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ)।
তিনি বলেন, ক্লাউড কম্পিউটিং আজ বিশ্বব্যাপী ব্যবসাকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। আমাদের দেশেও শিল্পখাতকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে স্বয়ংক্রিয়তা, ডেটা-ড্রিভেন সিদ্ধান্ত গ্রহণ এবং ক্লাউড ভিত্তিক সমাধানের ওপর নির্ভরতা বাড়াতে হবে। তিনি আরও বলেন, প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, সাইবার ঝুঁকিও তত বাড়ছে। প্রতিনিয়ত আমাদের ব্যবসাকে হুমকির মুখে ফেলছে। তাই ক্লাউড ব্যবহারের পাশাপাশি সাইবার সিকিউরিটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.