
ডেস্ক রিপোর্ট:
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে আজ সোমবার বেলা ১১টা থেকে। গতকাল রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যুর পর গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছিল মেট্রোরেলের যাত্রীরা।
সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গতকাল বেলা তিনটার পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক সবুজ বাংলাদেশকে বলেন মেট্রোরেলের আগারগাঁও থেকে উত্তরা অংশে ট্রেন চলাচল শুরু হয়েছে, বাকি অংশ চালু করতে একটু সময় লাগবে কারণ ক্রেন আসতে হবে। আবার দুর্ঘটনা যাতে না ঘটে সেইজন্য মেরামতের পর পরীক্ষা করতে হবে। কখন মেট্রোরেল চালু হবে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ।
আজ আগারগাঁও থেকে শাহবাগ অংশে দুই দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে। এতে কোনো সমস্যা পাওয়া না যাওয়ায় আজ বেলা ১১টার দিকে মেট্রোরেল চালু করা হয়েছে।






