অপ্রতিরোধ্য অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না। নিজেদের কাজের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করে মন জয় করে নিয়েছে আওয়ামী লীগ সরকার।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রূপগঞ্জের পূর্বাচল সেক্টর ৪-এ পাতাল রেলের নির্মাণকাজের উদ্বোধনী ফলক উন্মোচন শেষে সুধীসমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক অর্জিত হলো। এর আগে মেট্রোরেল উপহার দিয়েছি। মানুষ সেটির ওপর দিয়ে যাবে। এবার মাটির নিচ দিয়ে যাবে পাতাল রেল। বাংলাদেশে এ ধরনের আয়োজন প্রথম। আজকের অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, গত ১৪ বছরে এই বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। এবার বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করা হবে। নারায়ণগঞ্জ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এখানে অনেকগুলো প্রকল্প কাজ চলমান। পূর্বাচল স্মার্ট সিটি হবে। নারায়ণগঞ্জকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চাই।

সরকার প্রধান বলেন, গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেছি। এই কাজ যখন শুরু করতে যাই তখন জঙ্গির উত্থান হলো। হলি আর্টিজানে জঙ্গি হামলায় বিদেশি নাগরিকদের হত্যা করা হয়। সাতজন জাপানি নাগরিককে হত্যা করা হয়। যারা মেট্রোরেলের কাজে যুক্ত ছিলেন। আমি তাদের স্মরণ করি। এই ঘটনার পরও জাপান সরকার তাদের সহযোগিতার হাত গুটিয়ে নেননি। তাদেরকে আমি ধন্যবাদ জানাই।

পাতালরেলের নির্মাণকাজ করার সময় জনগণের চলাচলে কোনো সমস্যা হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাটির নিচে বোরিং মেশিন দিয়ে গর্ত করে টানেল করা হবে। ভূপৃষ্ঠের ১০ মিটার নিচে কাজ করা হবে। তাই ওপর থেকে বোঝা যাবে না যে মোটির নিচে কাজ চলছে।

এর আগে সকালে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় পূর্বাচল নতুন শহর প্রকল্প, নারায়ণগঞ্জ রূপগঞ্জের রাজউক কমার্শিয়াল প্লট মাঠে পাতাল মেট্রো লাইন নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা ও ফলক উন্মোচন করেন তিনি।

সাড়ে ৫২ হাজার কোটি টাকা এই প্রকল্পের প্রায় ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা আসবে জাইকার সহায়তা থেকে। ২০২৬ সালে পাতালরেলের কাজ শেষ করতে চায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা।

বাকেরগঞ্জে ছাত্রদলের কমিটি বিলুপ্ত করতে কোটি টাকার মিশন

নিজস্ব প্রতিবেদক: দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অবকাঠামো ও শক্তিশালী করার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিভাগীয় আহবায়ক জেলা ও উপজেলার সম্প্রতি উপজেলার দেশের শীর্ষ নেতাদের যাচাই-বাছাই ক্রমে ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের কমিটি গঠন করা হয়। যে কমিটি ইতিমধ্যেই তৃণমূল পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের কাছে সচ্ছ ও গ্রহণযোগ্য হিসেবে সমাদৃত হয়েছে। কিন্তু উপজেলার ইউনিয়ন পর্যায়ে কিছু খামখেয়ালি নেতৃবৃন্দ উক্ত কমিটিকে বানচাল করে নিজেদের পকেট কমিটি বাস্তবায়নের ক্লিন মিশনে নেমেছে বলে অভিযোগ উঠেছে।

ইউনিয়ন পর্যায়ে তৃণমূল ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ দীর্ঘদিন ধরে কিছু খামখেয়ালি ব্যক্তিদের মনগড়া দলীয় কর্মকাণ্ডে পুরো বাকেরগঞ্জের বিএনপি কোণঠাসা হয়ে পড়েছে। সেসব ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে তাহলে সবেক সংসদ সদস্য অবুল হোসেন খান এমনটাই অভিযোগ অধিকাংশ তৃণমূল নেতাকর্মীদের। তাদের মতে আবুল হোসেন খান গুটিকয়েক খামখেয়ালি নেতৃত্বকে আশ্রয় প্রশ্রয় দিয়ে উপজেলা বিএনপিকে ধ্বংসের কিনারায় পৌঁছে দিয়েছেন। দলের সর্বনাশ ডেকে আনছে দিন দিন। যারা দলকে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করে আসছে। এসব ব্যক্তিদের অর্থবিত্ত ওটা ঝনঝনানির লালসায় পড়ে বাকেরগঞ্জের বিএনপি’র অভিভাবক আবুল হোসেন খান তাদের হাজার অন্যায় সত্বেও আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন বলে দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশ না করার শর্তে বরিশাল জেলা ছাত্রদলের দায়িত্বশীল এক নেতা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্র দলের বাকেরগঞ্জ উপজেলার সদ্য গঠিত কমিটি অত্যন্ত সচ্ছ, সুন্দর ও সাংগঠনিক নেতাকর্মীদের সমন্বয় গঠিত হয়েছে। এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে বিভাগীয় প্রধান সমন্বয়ক হাফিজুর রহমান হাফিজ ও জেলার সভাপতি মাহফুজুল আলম মিঠু
সাধারণ সম্পাদক কামরুল হাসান ভাই
বাকেরগঞ্জের আহবায়ক নেয়ামুল হক নাহিদ
সদস্য সচিব রাকিব তালুকদার সহ সবার চৌকস সিদ্ধান্তের সমন্বয়।

এই কমিটি প্রকাশিত হয় ১৯ ফ্রেফুয়ারী কিন্তু উপজেলার অধিকাংশ ইউনিয়ানে আবুল হোসেন খানের আশ্রয়-প্রশ্রয়দাতা ডোনারদের পকেট কমিটি না দিতে পারায় ছাত্রদলের জেলা উপজেলার নেতৃবৃন্দের উপর নাখোশ তিনি। মূলত অধিকাংশ ইউনিয়নের বেশ কয়েকজন ডোনারের আর্থিক সুবিধা নিয়ে আবুল হোসেন খান তাদের স্বার্থ সিদ্ধি বাস্তবায়ন করে থাকেন। গঠিত কমিটি বিলুপ্ত করে নিজেদের ব্যক্তিস্বার্থের নতুন কমিটি দেয়ার মিশনে ওই চক্রটি মোটা অংকের বিনিময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আবুল হোসেন খান কে জব্দ করার পায়তারা চালাচ্ছে বলে জানা গেছে।

উপজেলা তৃণমূল ছাত্রদল নেতাকর্মীদের একটাই দাবি ব্যক্তিস্বার্থে দল নয় বরং দলের স্বার্থে জানো বিএনপি’র সকল অঙ্গ সংগঠন তাদের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ভাবে এগিয়ে নিয়ে দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা কে বাস্তবায়ন করতে পারেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম