স্টাফ রিপোর্ট:
ভূমিকম্পে শুধু বাংলাদেশই কাঁপেনি,কেঁপেছে মেট্রোরেলও। শুধু কম্পন নয়,মেট্রোরেলের কয়েকটি স্টেশনে ফাটলও ধরেছে। রাজধানীতে শুক্রবারের ভূমিকম্পে মেট্রোরেলের অন্তত ছয়টি স্টেশনে ফাটল দেখা দিয়েছে। এই স্টেশনগুলো হলোঃ কারওয়ান বাজার,বিজয় সরণি,পল্লবি,মিরপুর-১০,মিরপুর-১১ ও ফার্মগেট। কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল ধরেছে। বিজয় সরণিতে সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল লক্ষ্য করা গেছে। পল্লবি স্টেশনে বৈদ্যুতিক সাব-স্টেশন এবং নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালে ফাটল দেখা গেছে। মিরপুর-১১ স্টেশনের সাব-স্টেশনের ফ্লোরে এবং মিরপুর-১০-এর কিছু টাইলসে ফাটল পাওয়া গেছে। ফার্মগেট স্টেশনে লিফট কোরের ভেতরের দেয়ালে ফাটল লক্ষ্য করা গেছে।
পল্লবি স্টেশনের কন্ট্রোলার ফাটল সম্পর্কে প্রথমে অস্বীকার করলেও পরে জানিয়েছেন,এটি ভূমিকম্পের কারণে বা আগের সময় থেকেই থাকতে পারে। মেট্রোরেল কর্মকর্তা ও কর্মীরা জানিয়েছেন,ফাটল দেখা দিয়েছে এবং অনেকে ভয়ে আছে। ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ ফোন রিসিভ করেননি। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অন্তর্বর্তী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন,ফাটল গুরুতর নয়। পরীক্ষা-নিরীক্ষা চলছে। ট্রায়াল রানের পর ঝুঁকি পাওয়া যায়নি বলেই মেট্রোরেল চালানো হচ্ছে। ভূমিকম্পের পর স্টেশনগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যাত্রীদের মধ্যে ভূমিকম্প ও ফাটলের কারণে উদ্বেগ দেখা দিয়েছে, তবে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন,মেট্রোরেল নিরাপদে চালু রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত