তারিখ লোড হচ্ছে...

মির্জাগঞ্জে গৃহবধুকে ধর্ষনের অপরাধে ধর্ষক শিক্ষক গ্রেফতার!

মির্জাগঞ্জ প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের সময় এক শিক্ষককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ১৪/২/২৩ মঙ্গলবার সকালে অভিযুক্তকে মির্জাগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মনোয়ারখালী গ্রামে এই ঘটনা ঘটে। রাতেই ভুক্তভোগী নারী বাদী হয়ে দক্ষিণ মির্জাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে আসামি করে থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০৪/২৩)। নারীশিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ০৩ ধারা ৯/১ ধর্ষন করার অপরাধে মামলাটি করেন রিনা বেগম নামের ঐ নারী।
মামলার বরাত দিয়ে
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৮ টার দিকে আব্দুস সালাম নামের ওই শিক্ষক এক নারীর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই নারীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে হাতেনাতে সালাম মাস্টারকে আটক করে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আর আব্দুস সালামকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

ভান্ডারিয়া পৌরসভার প্রথম মেয়র ফাইজুর রশিদ

হাফসা আক্তার পিরোজপুর থেকে ফিরেঃ

প্রথমবারের মতো ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ফাইজুর রশিদ মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে ফলাফল ঘোষণা করেন পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান খলিফা।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশিদ খসরু নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জেপি মঞ্জু) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম পেয়েছেন ৫ হাজার ৭১ ভোট।

পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে  সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মেয়র পদে পাঁচজন এবং পুরুষ ও নারী কাউন্সিলর পদে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন রুবেল খান।

বিজয়ী হওয়ার পর ভান্ডারিয়ার পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু বলেন, নৌকার এ বিজয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমি এই বিজয়ে আনন্দিত। জনগণ যেভাবে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন, আমি চেষ্টা করবো তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে তাদের পাশে থেকে কাজ করার।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম