বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে প্রেসক্লাব বাউফল এর সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদ এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাংবাদিক,মুক্তিযোদ্ধা ও স্হানীয় জনসাধারণ ।
বুধবার সকাল ১১ঘটিকায় প্রেসক্লাবের সামনে মেইন রোডে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, আরিফুজ্জামান খান রিয়াদ এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে আরও কঠোর কর্মসূচি পালন করবে।
সভায় বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম খান, মোঃ হারুন মিয়া ও মোঃ মকবুল হোসেন তালুকদার , বাউফল সরকারি কলেজের সাবেক ভিপি নজরুল ইসলাম খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মীর মশিউর রহমান, সহ সভাপতি মোঃ ফিরোজ আলম, এম জাফরান হারুন, নির্বাহী সদস্য নাসির উদ্দিন খান প্রমুখ।
বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল, সহ-সভাপতি সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিংকন মাহমুদ , সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আল-আমীন, দত্ত সম্পাদক তারেক রহমান প্রিন্স, সদস্য হাসান রাসেল, সহদপ্তর সম্পাদক সঞ্জয় দেবনাথ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাজারুল হক, , আতিকুর রহমান সদস্য, সদস্য দীপক কুমার সাহা, সদস্য মোঃ আলামিন, সদস্য কৃষ্ণ চক্রবর্তী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি) কেশবপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সালাউদ্দিন পিকুর বিরুদ্ধে মদপানের ছবি ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক যুগান্তর সহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন পত্রিকায় প্রকাশ করা হয়। সংবাদটির জের ধরে গত ৩১/০১/২০২৩ দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার আরিফুজ্জামান খান রিয়াদের নামে মিথ্যা ও হয়রানিমূলক, ডিজিটাল) নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(১) (ক)/২৯(১)/৩৫(১) ধারায় মামলা করেন চেয়ারম্যান সালেউদ্দিন পিকু।

ভোলায় অবরোধ কর্মসূচি ও শান্তি সমাবেশের মাঝে দুর্বৃত্তের নাশকতা

ভোলা জেলা প্রতিনিধি ফয়জুল বারী (রুবেল):
ভোলায় বিএনপি’র পক্ষ থেকে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অবরোধ কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা,ভোলা শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় বিএনপির নেতাকর্মীদের ঝটিকা মিছিল চোখে পড়ার মতো,এদিকে সরকার দলীয় আওয়ামী লীগ নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার তাদের নিজ নিজ ইউনিয়ন এবং ওয়ার্ডে শান্তি সমাবেশ পালন করছেন,এবং উপজেলা ও জেলা পর্যায়েও ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও এর অঙ্গ সংগঠন শান্তি সমাবেশ পালন করছেন,তার সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপি’র ডাকা অবরোধকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের বিশৃংখল পরিস্থিতি ও নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে আছেন,এদিকে অবরোধ চলাকালীন সময়ে গাড়ি পোড়ানো ও নাশকতা মামলায় গ্রেপ্তার আতঙ্কে বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা পালিয়ে থেকে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন,সরকারি দল ও বিরোধী দলের(বিএনপি)র বড় ধরনের মুখোমুখি সংঘর্ষ না হলেও জেলা জুড়ে এক ধরনের থমথমে ভাব বিরাজ করছে,ভোলা সদর ধনিয়া ইউনিয়নের আওয়ামী লীগের নবনির্মিত শাখা কার্যালয়ের লোহার গেইটে গত বুধবার রাতে পেট্রোল ছুড়ে আগুন দিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়,দুর্বৃত্তের দেয়া আগুনে কার্যালয়ের বড় ধরনের কোন ক্ষতি হয়নি,এই ঘটনাকে কেন্দ্র করে ভোলা সদর সার্কেল এ,এস,পি রিপন কুমার,ওসি শাহীন ফকির সহ- প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বিষয়টি পর্যবেক্ষণ করেন,এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশিদ হাওলাদার,ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি এমদাদ হোসেন কবির(বর্তমান চেয়ারম্যান),সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম(মেম্বার)ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন,প্রশাসনের কাছে এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এবং সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের