তারিখ লোড হচ্ছে...

চূড়ান্ত আঘাত করার সময় এখনই: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ব‌লে‌ছেন, আওয়ামী লীগ নির্বাচনের নামে আর একটা কারসাজি করতে পারলে জনগণের দুর্ভোগ আরও বেশি নেমে আসবে। সময় এখনই লড়াই করবার। চূড়ান্ত আঘাত এখনই করতে হবে।

বৃহস্প‌তিবার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সিভিল রাইট্স সোসাইটি-(বিসিআরএস) এর উদ্যোগে, দৈনিক দিনকালসহ বন্ধ সকল মিডিয়া খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশে তি‌নি এসব কথা ব‌লেন।

মাহমুদুর রহমান বলেন, ‘শেখ মুজিব বাকশাল কায়েম করে মাত্র ৪টা পত্রিকা রেখে সব বন্ধ করে দিয়েছিল। শেখ মুজিবের বাকশালকেও হার মানিয়েছে হাসিনার বাকশাল।’

তি‌নি ব‌লেন, ‘বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এরা মিথ্যুক গায়ের জোরে ক্ষমতায় থাকলে মিথ্যা বলা ছাড়া আর উপায় কি। এই সরকার দিন কালকে বন্ধ করে দেবে এটা তো খুবই স্বাভাবিক। শেখ হাসিনা বলেন আমি কারচুপির নির্বাচন করে ক্ষমতায় আসতে চাই না। এই ৪২০ সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নাই। এরা মিথ্যুক এরা ভণ্ড এরা প্রতারক এরা ডাকাত এরা সারা দেশের মানুষের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এখনই সময় এসেছে রাজপথে আসুন। সমস্ত দলগুলোকে একই দাবিতে একই সময় আন্দোলন করতে হবে।’

তি‌নি ব‌লেন, ‘যতই তালি বালি করেন ক্ষমতায় থেকে নির্বাচন দেবেন সেটা হবে না। পুলিশের সহযোগিতা নিয়ে দেশ চালাচ্ছে সেই দেশ কি রকম চলতে পারে।’

গণ-অ‌ধিকার প‌রিষ‌দের সদস্য স‌চিব নুরুল হক নূর বলেন, ‘যতদিন পর্যন্ত এই ফ্যাসিবাদী সরকারের পতন না হবে ততদিন পর্যন্ত কোনো দাবি আদায় হবে না। এই সরকার একের পর এক যে গণবিরোধী কার্যক্রম করছে মানবতার বিরোধী কাজকর্ম করছে তাতে দেশ ছেড়ে পালানো ছাড়া আর কোনো উপায় নাই। পিতার মত কার্যক্রম অনুসরণ করে মাত্র কয়েকটি পত্রিকা রেখে আর সব বন্ধ করে দিয়েছে।’

তিনি বলেন, ‘গত ১৫ দিন আন্দোলন করলে শেখ হাসিনার খবর থাকতো না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিবাদের পতন ঘটাবই। এই সরকার ১৮ সালে ভোট ডাকাতি করে গণতন্ত্রের গায়ে কালি লাগিয়েছে। এই সরকারের আমলে দেশের জনগণ কেউ নিরাপদ নয়। আসুন এখনো সময় আছে শেখ হাসিনার বাকশালী কায়দাকে প্রতিহত করে গণতন্ত্র উদ্ধার করি। এখন আমাদের কাজ এই ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্য জনগণকে একত্র করা।’

সংগঠনের সভাপতি মো. জাকির হোসেন এর সভাপ‌তি‌ত্বে গণধিকার পরিষদের সদস্য সচিব জনাব নুরুল হক নুর, বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ,জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গর আলম প্রধানসহ প্রমুখ।

জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করা জরুরি: রিজওয়ানা হাসান

স্টাফ রিপোর্টার॥

জনস্বার্থেও ইস্যুকে গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালায়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে দেশ টিভি-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা এ মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান বলেন, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করে। সাহসী ও নিরপেক্ষ রিপোর্টিং দেশকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে। গণতন্ত্র ও পরিবেশ সুরক্ষায় নিরপেক্ষ ও নির্ভীক সাংবাদিকতা অপরিহার্য।

তিনি বলেন, নির্ভরযোগ্য্র সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যম কমিশন গঠন করা হয়েছে যাতে সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করতে পারেন এবং জনগণ উপকৃত হয়। সাংবাদিকদের সারাদেশের খবর তুলে আনতে হবে। পরিবেশ বিষয়ক গভীর ও জাতীয় পর্যায়ের সাংবাদিকতা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ডিআরইউ সভাপতি শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

পুরস্কার বিজয়ীদের মধ্যে প্রিন্ট, অনলাইন, টেলিভিশন ও রেডিও মাধ্যমের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রিন্ট মিডিয়া, অনলাইন, টেলিভিশন, রেডিও সবার জন্য উন্মুক্ত ক্যাটাগরিতে বিজয়ী আবু সালেহ রনি; প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার মাহমুদুল হাসান (নয়ন); দ্বিতীয় পুরস্কার আহসান হাবীব রাসেল; তৃতীয় পুরস্কার (যুগ্মভাবে) জসীম উদ্দিন হারুন এবং ফারহান ফেরদৌস। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান মুহাম্মদ আরাফাতুল মোমেন আদিত্য আরাফাত; দ্বিতীয় পুরস্কার মাসুদ মোস্তাহিদ এবং তৃতীয় পুরস্কার পারভেজ নাদির রেজা। অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার বিজয়ী ইয়াসির আরাফাত রিপন; দ্বিতীয় পুরস্কার মো: জোবায়ের হোসেন (আরাফাত জোবায়ের); তৃতীয় পুরস্কার মো. তৌহিদুজ্জামান তন্ময়।

সবা:স:জু-৫৭/২৪

language Change
সংবাদ শিরোনাম
শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান আগুন সন্ত্রাস আটক করায় গুলশান ট্রাফিক পুরস্কৃত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দুটি থানা ও ৯টি ওয়ার্ড কমিটি গঠিত কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা বহিষ্কার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সাইবার দল পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা