তারিখ লোড হচ্ছে...

কিডনি থেকে পাথর বের করবে লেবুর রস: গবেষণা

সবুজ বাংলাদেশ ডেস্ক ॥

বিশ্বের কোটি কোটি মানুষ কিডনিতে পাথরজনিত সমস্যায় ভুগে থাকেন। এই রোগে আক্রান্তদের শারীরিক ভোগান্তি হয় প্রচুর। কষ্টসাধ্য অস্ত্রোপচারের মাধ্যমে কিডনির পাথরকে দেহ থেকে বের করেন চিকিৎসকরা। বর্তমানে তা অনেক ব্যয়বহুলও হয়ে গেছে। অনেক সময় এই পাথর কিডনিকে নষ্ট করে দেয়।

তবে এরই মধ্যে একটি গবেষণায় তাক লেগেছে গোটা বিশ্বে। গবেষকরা জানিয়েছেন, কিডনি থেকে পাথর বের করতে সাহায্য করে পাতিলেবু। শুনতে অবাক লাগলেও সায়েন্স জার্নালে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। লেবুতে বেশ কিছু ন্যানোপার্টিকলস রয়েছে, যা কিডনির পাথর বের করতে সাহায্য করে।

চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যালস বিজ্ঞানী হোনজি কিয়াওয়ের মতে, আগামী দিনে এই গবেষণার মাধ্যমে কিডনিতে পাথর তৈরি হওয়াকেও প্রতিরোধ করা যেতে পারে। যারা কিডনিতে পাথরজনিত রোগে ভোগেন, তারা জানে এই যন্ত্রণা। বিশেষত যখন দেহনালীর মধ্য দিয়ে ক্রিস্টালগুলো চলাচল করে, তখন প্রসববেদনা থেকেও বেশি কষ্ট হয় বলে জানিয়েছেন অনেক রোগী।

এদিকে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইউরোলজিস্ট থমাস চি বলেন, এখন যদিও বেশ কিছু ওষুধ ব্যবহার করা হয়। তবে না কমলে সেক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে কিডনির পাথর বের করা হয় শরীর থেকে। সেই প্রেক্ষাপটে এই গবেষণা যুগান্তকারী বলে মনে করছেন অনেকেই।

গবেষকরা জানিয়েছেন, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড পাথর গলাতে সাহায্য করতে পারে। পাথরগুলোতে যে উপাদান থাকে তা সাইট্রিক অ্যাসিডে ভাঙতে পারে। তবে এক্ষেত্রে কিছু অসুবিধাও রয়েছে। যেমন- প্রতিদিন লেবুর রস খেলে দাঁতের এনামেল এবং ক্যালসিয়াম ক্ষয় হতে পারে। তাই পাথর কমাতে লেবুর রস খাওয়া ঠিক পন্থা নয়।

২০২২ সালের একটি ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে, কিডনিতে পাথর রয়েছে এমন রোগীদের প্রতিদিন প্রায় আধ কাপ লেবুর রস খাইয়ে সমস্যা কমানো গিয়েছিল। তবে লেমোনেড অতিরিক্ত খাওয়ায় দাঁতের সমস্যাও হয়েছিল। তাই কিয়াও এবং সহকর্মীরা স্থির করেছিল, এমন কিছু উপাদান তারা তৈরি করবেন যাতে ‘সাপও মরে, লাঠিও না ভাঙে’।

সেই পরীক্ষা নিরীক্ষা করার সময় দেখা যায়, জিনসেং, বাতাবি এবং ড্যান্ডেলিয়নের মতো গাছে এক্সটাসেলুলার ভেসিকলের মতো ন্যানোপার্টিকাল রয়েছে। যেখানে ফ্যাট, প্রোটিন এবং ডিএনএ অণু রয়েছে। এই অণু অবশ্য লেবুর রসে অনেক বেশি পরিমাণে রয়েছে।

ইঁদুরের ওপর করা সেই পরীক্ষায় দেখা যায়, ক্যালসিয়াম অক্সালেট কিডনির পাথরকে নরম করে গলিয়ে দিচ্ছে। যদিও মানুষের শরীরে এটিকে পরীক্ষামূলকভাবে এখনো ব্যবহার করা হয়নি। তবে এই পদ্ধতি মানুষের শরীরেও কাজ করবে বলে আশাবাদী গবেষকরা।

ঢাকা কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ অনুষ্ঠিত

হুমায়ুন কবিরঃ

চাঁদপুর জেলা থেকে আগত ঢাকা কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের (ত্রিমোহনা)’ ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ও পরিচিতি পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।

১৩ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২ ঘটিকায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে চাঁদপুর জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, ছাত্র ও শিক্ষক উপদেষ্টাবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান ফজলে হাসান নিয়ন। সভাপতিত্ব করেন মো. রিয়াদ প্রধান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি মো. আকিব হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে পল্লী সংগীত, দেশাত্মবোধক গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী শাওন খন্দকার । সবার সম্মিলিত সুরে চলছিল আনন্দগণ মুহূর্ত।

এসময় শিক্ষক উপদেষ্টাদের মধ্যে ছিলেন ঢাকা কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান মো. আখতারুজ্জামান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আনোয়ার মাহমুদ। ওনাদের বক্তব্যের এক পর্যায়ে বলেন, নিজ জেলার শিক্ষার্থীদের মাঝে এতো সুন্দর একটি অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করেন। সবাইকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম কার্যক্রমে জড়িত থাকার পরামর্শ দেন। তাছাড়া আগামীর দক্ষ নেতৃত্বের চর্চারও প্রয়োজন আছে বলে উল্লেখ করেন। চাঁদপুরের শিক্ষার্থীদের যেকোনো বিপদ আপদে ওনাদেরকে পাশে পাওয়ারও প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষ করে পড়াশোনা ও অন্যান্য ক্ষেত্রেও সবাইকে সহযোগিতার মাধ্যমে একে অপরের পাশে থাকার জন্য পরামর্শ দেন। আগামীর বাংলাদেশের জন্য ভালো নাগরিক ও দেশপ্রেমের প্রতীক হিসেবে কাজ করারও প্রত্যাশা করেন।

ছাত্র উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন ঈশরাক,শাহাবুদ্দিন ইমন,মহিউদ্দিন মাফি,মেহেদী হাসান মাহি, জিয়াউর রহমান খন্দকার,শরীফ হোসেন, ফয়সাল পাটওয়ারী, আব্দুর রহিম রাজ, নাঈম,নোমান আলম মুন প্রমুখ।

উল্লেখ্য, ঢাকা কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির স্বতঃস্ফূর্ত সহযোগিতায় “নবীনবরণ ও পরিচিতি পর্ব” সমাপ্ত হয়েছে।

 

সবা:স:জু- ৩৩১/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম