অনিলাইন ডেস্কঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের অক্সিজেন কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার এক পরিচালককে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ। গ্রেপ্তারকৃত পরিচালকের নাম পারভেজ উদ্দিন।
মঙ্গলবার (১৪ মার্চ) রাতে নগরীর জিইসি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম শিল্প পুলিশের এসআই খালেদ সীমা এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
উল্লেখ্য, গত ৪ মার্চ সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এতে ৭ জন নিহত ও কমপক্ষে ২৩ জন আহত হন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.