তারিখ লোড হচ্ছে...

কুয়াকাটায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটি ও পৌরসভার যৌথ সভা

রোজি আক্তার হ্যাপী: কুয়াকাটা (পটুয়াখালী) থেকে :
কুয়াকাটা পৌরসভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে টাস্কফোর্স কমিটি ও কুয়াকাটা পৌরসভার যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে কুয়াকাটা পৌরসভা অডিটরিয়ামে বেসরকারী সংস্থা ‘গ্রামবাংলা উন্নয়ন কমিটি’ ও ‘এসএসডিপি’,র যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় কুয়াকাটায় তামাকজাত দ্রব্যের ব্যবহার তথা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পৌর কাউন্সিলরবৃন্দ যার যার স্থান থেকে সহায়তার অঙ্গিকার করেন।
সভায় সভাপতিত্ব করেন এসএসডিপির নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র মো: আনোয়ার হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা টুরিষ্ট পুলিশ পরিদর্শক আবু শাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ, বিশেষ অতিথি হিসেবে পৌর কাউন্সিলরদের মধ্যে ২নং ওয়ার্ড কাউন্সিলর ডা: মো: তৈয়বুর রহমান বক্তব্য প্রদান করেন ।
গ্রামবাংলা উন্নয়ন কমিটি ও এসএসডিপি যৌথ আয়োজনে সভায় কুয়াকাটা পৌরসভা এলাকার বিদ্যালয়সমুহের আশেপাশে ১০০ গজের মধ্যে শিক্ষার্থী ও অপ্রাপ্ত বয়স্কদের কাছে যেকোন ধরণের তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধে উদ্যোগ নেয়ার কথা বলেন বক্তারা।
এছাড়া ট্যুরিষ্ট এলাকা বিবেচণায় যত্রতত্র ধূমপান বন্ধে স্মোকিং জোন ঘোষণার কথা বলেন প্রধান অতিথি। সভায় বিশেষ অতিথি কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পক্ষ থেকে টুরিষ্ট পুলিশ পরিদর্শক হাচনাইন পারভেজ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আইন শৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে সকল ধরণের সহায়তার অঙ্গিকার করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপক‚লীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান।

মদসহ মাদক রাজ্যের গডফাদার টিটু আটক

স্টাফ রিপোর্টার:

নোয়াখালী সদর উপজেলায় চোলাই মদসহ এক যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই যুবলীগ নেতার নাম নাছির উদ্দিন টিটু (৪৩)। তিনি উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, বুধবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে টিটু এলাকায় মাদক রাজ্যের গডফাদার ছিল। এ ছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল ও কিশোর গ্যাং সদস্যের মদদের অভিযোগ রয়েছে। তৎকালীন সময়ে স্থানীয়রা তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারেনি।

তবে অভিযোগ নাকচ করে নাম প্রকাশে অনিচ্ছুক অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা জানান, শুধু যুবলীগ করার কারণে টিটুকে বেধড়ক মারধর করে মাদকসহ পুলিশে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আগে মাদক বাণিজ্যের অভিযোগ থাকলেও বর্তমানে তিনি এসব কর্মকাণ্ডের সঙ্গে নেই। তার অপরাধ তিনি যুবলীগ করেন। এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। স্থানীয়রা টিটুকে ৪-৫ লিটার চোলাই মদসহ আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘‘চোলাই মদসহ যুবলীগ নেতা টিটুকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হবে।’’

language Change
সংবাদ শিরোনাম
শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান আগুন সন্ত্রাস আটক করায় গুলশান ট্রাফিক পুরস্কৃত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দুটি থানা ও ৯টি ওয়ার্ড কমিটি গঠিত কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা বহিষ্কার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সাইবার দল পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা