বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট

 

অনলাইন  ডেস্কঃ

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫০ টি ইউনিট। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬ টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল সাড়ে ৭টা) ঢাকার সব গুলো ফায়ার ইউনিটকে ঘটনা স্থলে ডাকা হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকাল ৬ টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬ টা ১২ মিনিটে। তবে প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও জানাতে পারেননি তিনি।

টঙ্গীতে পাঁচ অপহরণকারী গ্রেফতার ককটেল সহ দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ রফিকুল ইসলাম, গাজীপুরঃ

গাজীপুরের টঙ্গীতে রিক্সা চালক সুমন মিয়া অপহরণের ঘটনায় পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে স্থানীয় হিমারদিঘি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, তপন মিয়া (৩২), নাদিম (২৯), রাশেদুল ইসলাম রাসেল(২২), নকিব (১৯) ও রিফাত (১৯)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত এগারোটার দিকে টঙ্গীর মা টাওয়ার এলাকা থেকে অটোরিকশা ভাড়ার কথা বলে কৌশলে রিকসা চালক সুমনকে অপহরণ করে গ্রেফতারকৃত আসামিরা। পরে রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রেসনে কর্মরত টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক আবু হাসেমের নেতৃত্বে হিমারদিঘি এলাকার জনৈক দিদার হোসেনের গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল, ১টি তলোয়ার, ১টি ষ্টিলের পাত, ১টি রামদা, ১টি ছোড়া, ১টি চাকু, ১টি রেঞ্চ, ৩টি হাতুড়ি, ২টি লোহার হুক, ১টি ক্যাচি, ১টি বাটাল, ২টি স্ক্রু ড্রাইভার ও দুইটি পেরেক তুলার যন্ত্র উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের