ভালো কাজের স্বীকৃতিতে চট্টগ্রাম ডিবির উত্তর-দক্ষিণ ৭ অফিসারকে পুরস্কার প্রদান

অনলাইন ডেস্ক: সাহসী কাজের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম ডিবি উত্তর-দক্ষিন এর ৭ চৌকস অফিসারকে পুরুস্কার প্রদান করা হয়েছে।  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব কৃষ্ণ পদ রায় ও উপ-পুলিশ কমিশনার মহানগর গোয়েন্দা উত্তর-দক্ষিন নিহাদ আদনান তাইয়ান” উপস্থিতিতে মাসিক আইনশৃঙ্খলা বাহিনীর সভায় এই পুরস্কার প্রদান করা হয়।

গত ১২/০৪/২০২৩খ্রিঃ তারিখ ১১:০০ ঘটিকায় দামপাড়াস্থা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সভা কক্ষে অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ইউনিটের কর্মরত পুলিশ অফিসাদের পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়। উপ-পুলিশ কমিশনার , মহানগর গোয়েন্দা উত্তর-দক্ষিন নিহাদ আদনান তাইয়ান জানান উক্ত অপরাধ সভায় মহানগর গোয়েন্দা উত্তর-দক্ষিনের ০৭ জন অফিসারকে মাননীয় পুলিশ কমিশনার পুরস্কার প্রদান করেন। তার হলো: ১) পুলিশ পরিদর্শক এস এম আতাউর রহমান, ২) পুলিশ পরিদর্শক এসএম দিদারুল ইসলাম সিকদার, ৩) পুলিশ পরিদর্শক রিপন কুমার দাস, ৪) এসআই মৃদুল কান্তি দাস, ৫) এসআই আবদুল্লাহ আল মামুন, ৬) এসআই সাগর ভদ্র, ৭) এসআই ইমাম হোসেন । তিনি আরো জানান বর্ণিত অফিসারগন পুরস্কৃত হওয়ার প্রেক্ষিতে তাদের মধ্যে কর্ম উদ্দিপনা আরো বৃদ্ধি পাবে এবং অপরাধ নির্মূল ও মাদক উদ্ধার অভিযান আরো বেগবান হবে।

মেঘনায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কর্মী সম্মেলন

মো.আনোয়ার হোসেন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুলাই,২০২৩) উপজেলা পরিষদের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো.সেলিম আহমেদ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল। এসময় তিনি বলেন, বতর্মান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। সারা বাংলাদেশের মানুষ আওয়ামীলীগ সরকারের উন্নয়নের সুফল ভোগ করছে।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক গাজী মো: আলী হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট সালমা হাই টুনি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শফিকুল আলম। মেঘনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।

সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এস সুমন সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনির উল্লাহ শিকদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাফুজ মিয়া, রিয়াদ মুন্সি, হাই লিটন, জসিম এবং সকল ইউনিয়ন, ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম