বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে

শাহ মোঃ রফিকুজ্জামান মিথুনঃ
এই স্লোগানকে সামনে রেখে প্রতিশ্রুতি সমাজ কল্যাণ অঙ্গনের সৌজন্যে পল্লবী থানা ডি এম পির আয়োজনে মাদক, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গিবাদ দমন, ছিনতাই, জুয়া, চাঁদাবাজি,সন্ত্রাস ও অপমৃত্যু প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা অনুষ্ঠিত হয় উঠান বৈঠকের মাধ্যমে। পল্লবী থানার ২ নং বিটের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয় এস আই উজ্জ্বল সাহেবকে। এলকারা গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতেই আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পল্লবী থানার এসি জনাব শাহীদুল ইসলাম,পল্লবী থানার ওসি জনাব পারভেজ ইসলাম, পি পি এম বার, এস আই উজ্জ্বল সরকার।।
এলাকায় মাদক, নারী,সন্ত্রাস, অপমৃত্যু , জুয়া এবং বিভিন্ন বিষয় নিয়ে সচেতনামূলক আলোচনা করা হয় এবং জনগণকে আস্থা রাখার জন্য যথেষ্ট আশ্বাস দেন পল্লবী থানা পুলিশ। অন্যায়কে কোনভাবেই ছার দেওয়া হবে না, এই ব্যাপারে এলাকার জনগণের সহযোগিতা কামনা করছেন। বরাবরের মতই পল্লবী থানা এবারও জনগণের পাশে থেকে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে চান । বাংলাদেশ পুলিশ বাহিনীর উপর বিশ্বাস রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।।।

ঈদ-উল-ফিতর উপলক্ষে বস্তির শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ

বস্তির শিশুদের মাঝে ২২ মার্চ ২০২৫ শনিবার সকালে পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে বগুড়া রেল স্টেশন বস্তির সুবিধা বঞ্চিত শি’শুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করা হয়। পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি মহররম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পথের দিশা ভাসমান স্কুলের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, পরিচালক মোস্তফা মোঘল প্রমূখ। অনুষ্ঠানে ৫০ জন সুবিধা বঞ্চিত শিশুকে ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন জামা উপহার দেওয়া হয়।

প্রধান অতিথি বলেন, সমাজের ধনী-গরীব সবার মাঝে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার যে আনন্দ তা অন্যকোন কাজে পাওয়া সম্ভব নয়। পথের দিশা ভাসমান স্কুল বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের জন্য যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে পিছিয়ে পড়া মানুষগুলো ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। তিনি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান সকলের প্রতি উদাত্ব আহ্বান জানান।

উল্লেখ্য যে, ২০১৬ সাল থেকে পথের দিশা ভাসমান স্কুল রেলস্টেশন ব’স্তির সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েদের মাঝে বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। প্রতি বছর ঈদ-উল-ফিতরে নতুন পোষাক, ঈদসামগ্রী বিতরণের পাশাপাশি সারাবছর সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম