স্টাফ রিপোর্টারঃ
ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৪-২৫ সালের পূর্ণাঙ্গ এই কমিটির সভাপতি আবু সালেহ আকন (নয়া দিগন্ত) ও সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষ (সকালের সময়) নির্বাচিত হন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সভায় মোট ২১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি জাকির হোসেন ইমন (আজকের দর্পণ) ও মো. হুমায়ুন কবির দৈনিক বাংলাদেশ পরিক্রমা), যুগ্ম সম্পাদক আসলাম হোসেন (খবরপত্র), শামিম হাওলাদার (নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম (আমাদের কণ্ঠ), কোষাধ্যক্ষ রমজান আলী (সংবাদ), দফতর সম্পাদক ইউসুফ আলী বাচ্চু (সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ সাদি (বাংলা ট্রিবিউন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান মাহমুদ রিপন (নয়া শতাব্দী), আইন বিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন (বাংলাদেশ কণ্ঠ)। এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, রেজাউল করিম বাবুল ( দৈনিক বাংলা সময়), মো. মনির হোসেন (যুগান্তর), মিজানুর রহমান (মিজান রহমান) প্রতিদিনের সংবাদ, শাহিন করিম (মানব কণ্ঠ), নাসির উদ্দিন সোয়েব (সংগ্রাম) জাহিদ হোসেন (আমার বার্তা) এবং আসাদ আল মাহমুদ (রাইজিং বিডি)।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.