স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা-২ সংসদীয় আসনের হোমনা-মেঘনা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন,২০২৩) বিকাল ৩ ঘটিকার সময় হোমনা উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামিলীগ কর্তৃক আয়োজিত মনিরুজ্জামান টিপু এর সঞ্চালনায় এ অনুষ্ঠানটি সূচনা করা হয়।
হোমনা উপজেলা আওয়ামিলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা (উত্তর) জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন শিশির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম। মেঘনা উপজেলা আ'লীগের সভাপতি ও আসন বাস্তবায়নের সভাপতি মো.শফিকুল আলম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল গাফফার দাউদ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশ, উপদেষ্টা হোসেন মনির, মেঘনা উপজেলা আ'যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকি শামীম। আরও উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মো.সিদ্দিকুর রহমান আবুল। হোমনা-মেঘনার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও সামাজিক সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
এ সময় দুই উপজেলার আ'লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন বক্তব্য রাখেন এবং আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অঙ্গীকারে আবদ্ধ হন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.