অনলাইন ডেস্কঃ
কেন্দ্রে এজেন্ট ঢুকতে ও ভোটদানে বাধা দেয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম।
সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ট্রাক প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী বলেন, শুধু সরকার দলীয় এজেন্ট ছাড়া, সরকার দলীয় লোকজন ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। আমি ভোট বর্জন করছি। নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি নির্বাচন থেকে। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ আমি দেখছি না।
নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়েছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জয়-পরাজয় যাই হোক মেনে নেবো। কিন্তু নির্বাচন সুষ্ঠু না হলে ফলাফল মেনে নেবো না। আমি নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট না। পরিবেশ ভালো না। সুষ্ঠু নির্বাচন আশা করেছিলাম। কিন্তু এখন পরিবেশ ভালো না।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.