রায়পুরায় সন্ত্রাসীদের হাত থেকে জমি দখল মুক্ত করতে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন

 

স্টাফ রিপোর্টার:

নরসিংদীর রায়পুরায় সন্ত্রাসীদের হাত থেকে পৈতৃক সম্পত্তি ফিরে পেতে এবং সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ডা: হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা।

আজ বৃহস্পতিবার (১৮ মে) সকালে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৪টি পয়েন্ট উল্লেখ করে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি বলেন, নাল ৪৫.০০ শতাংশের কাত ১৫.০০ শতাংশ, বিভিন্নভাবে অনিয়ম ও প্রতারণা করে অবৈধভাবে দখল করে আসছে। আপোষ বন্টননামায় প্রতিপক্ষের প্রাপ্য অংশ নিজে বুঝে নিয়েও আমাদের জায়গা থেকে অতিরিক্ত আরোও প্রায় ১৯.০০ শতাংশ জায়গা দখল করে আছে। এবং ভিটি ৫২.৫০ শতাংশের কাত ১৬.০০ শতাংশ জায়গা যা আমাদের খাজনাদি পরিশোধ করা জায়গা প্রতিপক্ষরা জালিয়াতি ও প্রতারণা করে অন্যত্র বিক্রি করে থাকে। এছাড়াও নাল ৬.২৫ শতাংশ জায়গা বিবাদী বিভিন্ন দলিল/কাগজপত্র সৃষ্টি করে তার নিজ নামে নামজারী ও জমাভাগ করে হয়রানী করে থাকে। পরবর্তিতে আমি রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করলে তিনি নিজে সরজমিনে গিয়ে তদন্ত করে এবং পলাশতলী ইউনিয়ন ভূমি উপসহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা সার্ভেয়ার তদন্ত করে গত ০৯ মে প্রতিপক্ষের নামজারী বাতিল করে সংশ্লিষ্ট রেজিষ্ট্রারবহি হালনাগাদকরত: তামিল প্রতিবেদন দাখিল করতে আদেশ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরোও বলেন, সন্ত্রাসী শাহরিয়ার সুমন বিভিন্নভাবে অনিয়ম ও প্রতারণা করে অবৈধভাবে দখলের উদ্দেশ্যে আমাদের উপর অত্যাচার, জোর-জুলুম সহ অপচেষ্টায় লিপ্ত থাকে। এসব বিষয়ের প্রতিবাদ করলে তারা সবশেষ ০৫ মে সকালে আমাকে মেরে লাশ গুম করার হুমকি প্রদান করে।

পরে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত ঘটনায় প্রশাসনের নিকট পরিবারের নিরাপত্তা চেয়ে সঠিক তদন্ত স্বাপেক্ষে বিচার দাবী করেন।

দূর্বার তারুণ্যের “আমরা মালি’ কর্মসূচী এখন সুনামগঞ্জে!

স্টাফ রিপোর্টার:

‘আমার যত্নে, আমার গাছ’ এই স্লোগানকে সামনে রেখে সামজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুণ্য ‘আমরা মালি’ শীর্ষক বৃক্ষরোপনের একটি ব্যতিক্রমী কার্যক্রম পুরো দেশব্যাপী নিয়মিত পালন করে আসছে। গাছ লাগানোর পাশাপাশি সেই গাছ নিয়মিত পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রেখে সবুজায়নে সজ্জিত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

তারই ধারাবাহিকতায় আজ ১২ আগষ্ট (শনিবার) সুনামগঞ্জ জেলায় সদর থানায় শতাধিক বৃক্ষরোপন করে দূ্র্বার তারুণ্য সুনামগঞ্জ জেলা শাখা কমিটি। দূর্বার তারুণ্য সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অক্ষয় কুমার দে জয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্বার তারুণ্যের সিলেট বিভাগীয় সমন্বয়ক ইমন আহমেদ বাপ্পি।

অনুষ্ঠানে নাদের বখত বলেন, পরিবেশগত  ভারসাম্য রক্ষায় একটি দেশের  আয়াতনের শতকরা ২৫ ভাগ এলাকায় বনভূমি থাকা একান্ত প্রয়োজন। তাই বৃক্ষ রোপন ও সঠিক পরিচর্যা পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি একজন ব্যক্তির পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্য বিধান এবং দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে।

অক্ষয় কুমার দে জয় বলেন, সমাজ সচেতনতায় এরকম একটি প্রকল্প হাতে নেয়ার জন্য দূর্বার তারুণ্য এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের জেলায় এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যহত থাকবে। বৃক্ষরোপণ করেই আমাদের দায়িত্ব শেষ নয়, বৃক্ষের সঠিক পরিচর্যাই এই প্রকল্পের মূল অংশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহির উদ্দিন মিলন, রিদয় পাল, আপন দেব, বাবু আহমেদ, সাহিন মিয়া,রাফি ইসলাম,আবুল মিয়া, অরুপ সহ অন্যান্যরা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি