স্টাফ রিপোর্টার:
সাংবাদিক ও গণমাধ্যমের প্রাণের সংগঠন বলা হয় প্রেসক্লাবকে। বিশেষ করে সেটা যদি হয় রাজধানীর বুকে "ঢাকা প্রেসক্লাব।" এই “ঢাকা প্রেসক্লাব” অনেক চড়াই উৎরাই পার হয়ে আজ ৩৬ বছরে পদার্পন করেছে। রাজধানীতে কয়েকটি অপ সাংবাদিক গ্রুপ এই ঢাকা প্রেসক্লাবের নামে সমাজসেবা অফিস সহ বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিয়ে ফায়দা লোটার চেষ্টা করে। কিন্তু সমাজসেবায় কর্মরত কর্মকর্তারা তদন্তের মাধ্যমে সত্যটা বের করে
গত ৩১-০৮-২০২৩ তারিখে প্রেসক্লাবের নতুন ১১ সদস্য বিশিষ্ট কমিটিকে অনুমোদন দেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা সমাজ সেবা কার্যালয়, ঢাকা কর্তৃক অনুমোদন দিয়েছে। যার স্মারক নং- ৪১.০১.২৬.০০০২৮.৫১৩.৪৭, ১৪০৮।
উক্ত কমিটির সভাপতি - দীপংকর গৌতম ও সাধারণ সম্পাদক- সাদেক মুহাম্মদ (পাভেল)।
একনজরে সকল পদের দায়িত্বশীলবৃন্দ হলেন:
দীপংকর গৌতম - সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এম এ সেলিম- সহ-সভাপতি, মঞ্জুর হোসেন মজুমদার -সহ সভাপতি, সাদেক মাহমুদ (পাভেল) -সাধারণ সম্পাদক, মোঃ আওলাদ হোসেন- যুগ্ম সম্পাদক, মোহাম্মদ মাসুদ -অর্থ সম্পাদক, বাপ্পাদিত্য বসু- প্রচার ও গবেষনা সম্পাদক, মোঃ মাইনুল ইসলাম- দপ্তর সম্পাদক, আলাউদ্দিন আহমেদ - সমাজকল্যান, ত্রান ও পুর্নবাসন সম্পাদক, নাজমুল আহম্মেদ তৌফিক -সাংগঠনিক সম্পাদক, মোঃ মাহবুবুর রহমান (পলাশ) - নির্বাহী সদস্য।
এযাবতকালে ঢাকা প্রেসক্লাবের নামে অনেকে অনেক যায়গায় বহু ছলচাতুরী ও জালিয়াতির অপচেষ্টা করেছে। অবশ্য ঢাকাসহ সারাদেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো নামে - বেনামে বহু প্রেসক্লাব গড়ে উঠেছে। ঢাকা প্রেসক্লাবের এবারের এই কমিটির অনুমোদনের মাধ্যমে সকল ধরনের ছলচাতুরীর অবসান ঘটবে বলে আশা করা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.