বরিশালে মা ইলিশ ধরার অপরাধে ৪৯ জেলের কারাদণ্ড

 

মোঃ রানা সন্যামত বরিশাল ব্যুরো প্রধান।
বরিশাল নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে গেল ২৪ ঘণ্টায় ৪৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে আটদিনের অভিযানে ২৮৭টি মামলায় ২৬৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২ লাখ ৫৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১২ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ৯০৩টি অভিযান চালানো হয়েছে। এছাড়া ৩৪৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। যেখানে গেল আটদিনে বরিশাল বিভাগে ১১৩ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ১ হাজার ৫৮৬ বার বিভিন্ন মাছঘাট, ২ হাজার ৬৯৮ বার বিভিন্ন আড়ৎ ও ১ হাজার ৭১৪ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরের জেলা-উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

গেল আটদিনের অভিযানে ২ হাজার ৯৫১ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ২ কোটি ২৩ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১০ লাখ ৮২ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান,১১অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গকিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময় বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সন্ধ্যা নদীর ভাংগন ঠেকানো যাচ্ছে না ইট ভাটার কারনে

স্টাফ রিপোর্টার:

পিরোজপুর জেলার নেছারাবাদ থানাদিন ৭নং গুয়ারেখা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালবাড়ি গ্রামের নদী ভাংগন কবলিত এলাকার পকংজ মন্ডলের বসতবিটার পাশে মাটি কেটে নিয়মিত নিয়ে যায় পার্শবর্তী থানার আমড়াজুড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর সাহেবের জে বি এফ ইট ভাটায়। ইট ভাটার লেবারদের সাথে কথা বলে যানা যায় লেবার সরদারের সহযোগী গৌতম বাবু ও তালবাড়ি ওয়ার্ডের সাবেক মেম্বার পরেশ হাওলাদারের প্রতক্ষ মদদে এই মাটিকাটা হয়।নেছারাবাদ থানার সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) এর মুঠোফোনে কথা বললে তিনি জানান নদী থেকে মাটি ও বালি কাটার ব্যাপারে আমরা ও আমাদের নেছারাবাদ উপজেলা প্রশাসন
জিরো টলারেন্স।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম