স্টাফ রিপোর্টার:
"বিনিয়োগে অগ্রাধিকার,কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রুম টু রিড বাংলাদেশ এ বছর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস-২০২৩ উদযাপন করতে যাচ্ছে।
শনিবার (২১ অক্টোবর) বেলা ২ টায় আর্ন্তজাতিক কন্যাশিশু দিবস উদযাপনকে কেন্দ্র করে পাড়াডগাড় আইডিয়াল স্কুল এন্ড কলেজ বিদ্যালয় প্রাঙ্গনে রুম টু রিড এর উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করে।
শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রোগ্রামটি অরগানাইজ করেন সোস্যাল মোবিলাইজার নাসরিন জাহান এবং নাসরিন আক্তার।আরো উপস্থিত ছিলেন রুম টু রিডের পক্ষ থেকে প্রোগ্রাম অফিসার তাহমিনা তৈয়ব এবং প্রোগ্রাম এসোসিয়েট নাজনীন আফরোজ। বিশেষ বক্তা হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন পাড়াডগাড় আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জজ কোর্ট এর সিনিয়র আইনজীবী ও নীহারিকা ওপেন স্কাউট গ্রুপ এর গ্রুপ লীডার এডভোকেট মোঃ হানিফ,
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, মঞ্চনাটক, গান পরিবেশন করেন আগত শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.